ফিফা প্রীতি ম্যাচের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মতিঝিল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে এই দল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। শুক্রবার শুরু হবে এই ক্যাম্প। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বিধায় ফুটবলারদের এবারের ক্যাম্প হবে উত্তরা পুলিশ লাইন মাঠে। খেলোয়াড়দের আবাসিক ক্যাম্পও করা হয়েছে উত্তরার একটি হোটেলে।
দল ঘোষণায় নেই কোনো চমক। তবে চমক আছে ভিন্নভাবে। জাতীয় দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের ডাক না পাওয়া। গত জুনে মালয়েশিয়ায় খেলতে যাওয়ার আগে দলে ডাক পেয়েছিলেন জীবন। কিন্তু সময়মতো ক্যাম্পে যোগ না দেওয়ায় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে দল থেকেই বাদ দিয়ে দেন। এবার তাকে দলেই নেওয়া হয়নি।
সর্বশেষ প্রিমিয়ার লিগ ফুটবলে জীবন বাংলাদেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৫ গোল করেছিলেন। তার সমান গোল করেছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের মোহাম্মদ জুয়েল। তিনিও দলে ডাক পাননি।
জীবনকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করে কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা বলেন, ‘আমরা টেকনিক্যাল স্টাফরা এ নিয়ে কথা বলেছি। কাজ করেছি। এবারের প্রিমিয়ার লিগে ভালো করেছে এমন কিছু খেলোয়াড় নিয়ে আলোচনা করেছি যারা আমাদের চিন্তা-ভাবনার সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমার বিশ্বাস দলে যারা ডাক পেয়েছে তারা আমাদের পরিকল্পনার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’
জীবনের চেয়ে কম গোল করা খেলোয়াড়রাও দলে সুযোগ পেয়েছেন। এর ব্যাখ্যা দিয়ে কোচ বলেন, ‘এখানে আসলে কে কত গোল করেছে, সেটা মূখ্য বিষয় নয়। জীবন যেমন ৫ গোল করেছে, তেমনি আরও কয়েকজন ৪ গোল করেছে। এখানে আমরা দেখেছি একজন খেলোয়াড় কতগুলো ম্যাচে ফিট ছিল। আমাদের পরিকল্পনার সঙ্গে মিলে কিনা। আমরা এসব বিবেচনা করেছি। একজন স্ট্রাইকারের আসল কাজ হলো গোল করা। পাশাপাশি আমরা দেখি অন্য পজিশনে ভালো করার ক্ষমতা আছে কিনা সেটাও। আমরা যাদের নিয়েছি, তারা যেন উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডেও ভালো করতে পারে, আমরা সেভাবে কাজ করছি।
জাতীয় দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে জামাল ভূঁইয়া ও তারিক কাজী যথাক্রমে ডেনমার্ক ও ফিনল্যান্ডে আছেন। দুজনই আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসবেন।
২৭ জন ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন ফুটবলার ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিং থেকে। আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে সুযোগ পেয়েছেন ৩ জন করে। দুজন ডাক পেয়েছেন শেখ জামালের। মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের ডাক পেয়েছেন একজন করে খেলোয়াড়।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রীতম, আশরাফুল ইসলাম রানা, মো. নাইম।
রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল।
মধ্যমাঠ: সোহেল রানা-১, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা-২।
আক্রমণভাগ : সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন।
এমপি/এসজি