তাসকিন-এনামুলকে রেখেই এশিয়া কাপে বাংলাদেশ দল
যতোই বাজে সময় কাটুক ক্রিকেট দলের। মানুষের আগ্রহে তাতে ভাটা পড় কমই। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের তেমন কোনো প্রত্যাশা নেই। সুপার ফোরে যাওয়া নিয়ে আছে শঙ্কা। কিন্তু তাতে কী?
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ভক্ত সমর্থকদের উপস্থিতি কমতি ছিল না। ক্রিকেটাররা বিমানবন্দরে আসার অনেক আগে থেকেই ভক্ত সমর্থকরা ভীড় জমাতে থাকেন বিমানবন্দরে। একেক জন করে ক্রিকেটাররা আসছেন, আর সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। কেউ কাছে আসার চেষ্টা করেন। কেউবা ছবি তোলার। কিন্তু নিরাপক্তা বেষ্টনীর কারণে অনেকের ইচ্ছেই পূরণ হয়নি।
এর মাঝে সবার আগ্রহ ছিল সাকিব আল হাসানকে নিয়ে। এই নাম্বার ওয়ান অলরাউন্ডারের জন্য সবার আগ্রহে ছিল বেশি। একে একে ক্রিকেটাররা আসছেন। এসেই ২ নম্বার গেট দিয়ে ডুকে পড়ছেন বিমানবন্দরে ভেতরে। কিন্তু সাকিবের দেখা আর মিলছে না। সময়তো গড়িয়ে যায়। কিন্তু সাকিবের দেখা মিলছে না। তা’হলে সাকিব কি দলের সঙ্গে যাবেন না? এরই মাঝে খবর রটে যায় সাকিব এসেছেন ঠিকই। কিন্তু তিনি ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন। এতে করে অনেকেই হতাশ হয়ে পড়েন প্রিয় খেলোয়াড়কে না দেখে। ধীরে ধীরে কমতে থাকে জটলা।
তাসকিন আহমেদ-এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখকে ছাড়া্ই সাকিবদের নিয়ে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান উড়াল দেয়। তাসকিন ও এনামুল যাননি ভিসা না হওয়াতে। তাদের সঙ্গে দলের এক স্টাফও একই কারণে যেতে পারেননি। ভিসা হলে তারা আগামীকাল যাবেন। আর নাঈম শেখ শেষ মুহুর্তে দলে সুযোগ পেয়ে সবার আগে দুবাইতে গিয়ে পৌঁছেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে উইন্ডিজে। সেন্ট লুসিয়া থেকে তিনি লন্ডন হয়ে দুবাই আসেন।
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সঙ্গে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ছয় দলের আসরে খেলা হবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল। দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। খেলা হবে দুবাই ও শারজাহতে।
পাকিস্তান ও ভারতের খেলা দিয়ে পর্দা উঠবে আসরের। বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। পরের খেলা ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
এমপি/এমএমএ/