লিভারপুলকে হারিয়ে ঘুরে দাঁড়াল ইউনাইটেড
চলতি মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে লিভারপুলের মতো দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে ফের ঘুরে দাঁড়ানোর আভাস দিল রেড ডেভিলরা। এটা নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রিমিয়ার লিগে তাদের প্রথম জয়। অপরদিকে এ মৌসুমে লিভারপুলের জন্য এটি প্রথম হার।
ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ ম্যাচের ১৬তম মিনিটে জেডন সানচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে পিছিয়ে পড়া লিভারপুল প্রথমার্ধের বাকি সময়জুড়ে একের এক চেস্টা করে যায়। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয়। যদিও ৪১তম মিনিটে তারা প্রায় গোল পেয়ে যাচ্ছিল। মিলনারের কোনাকুনি হেড গোলমুখে ঠেকাতে গিয়ে নিজের দলকে বিপদে ফেলতে বসেছিলেন ফের্নান্দেস। পরে গোললাইনে দাঁড়ানো আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের গায়ে লেগে সেই বল প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল আদায় করে ব্যবধান বাড়িয়ে দেন মার্কাস রাশফোর্ড। লিভারপুলের হেন্ডারসনের ভুল পাস থেকে বল পেয়ে যান অ্যান্থনি মার্শাল। তার বাড়িয়ে দেওয়া বল পেয়েই দারুণ দক্ষতায় লিভারপুলের জালে বল জড়ান রাশফোর্ড। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টেন হাগের শিষ্যরা।
ম্যাচের এমন ফলাফলে ৮১তম মিনিটে লড়াই জমিয়ে তুলেছিলেন সালাহরা। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের কর্নারে জোরালো শট নেন ফাবিও কারবাইয়ো। ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া শটটি ঝাঁপিয়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে নিচু হেডে জাল খুঁজে নেন সালাহ। তবে এর পর আর প্রতিপক্ষকে সুযোগ দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।
৮৬ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে রোনালদোকে নামান কোচ টেন হাগ। অল্প সময়ে দলের জন্য কিছু করে দেখাতে না পারলেও বিজয়ীর বেশে মাঠ ছাড়েন পর্তুগিজ যুবরাজ।
এসআইএইচ