ঢাকাপ্রকাশের প্রতিবেদনের দুই ঘণ্টার মধ্যে নাঈম শেখ দলে
ঢাকাপ্রকাশ-এর প্রতিবেদনই সত্যি হলো। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আজই ঢাকাপ্রকাশ-এ ‘এক সেঞ্চুরিতে কপাল খুলছে ওপেনার নাঈম শেখের’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল। এই প্রতিবেদন প্রকাশের ৩ ঘণ্টা যেতে না যেতেই বিসিবির পক্ষ থেকে মেইল করে নাঈম শেখের দলে অন্তর্ভুক্তির কথা জানিয়ে দেওয়া হয়। তিনি কারও রিপ্লেস হননি। একজন বাড়তি ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে। তবে দল থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।
নুরুল হাসান সোহান আগে থেকেই ছিলেন ইনজুরিতে। তারপরও তাকে নির্বাচকদের ঘোষিত ১৭ জনের দলে রাখা হয়েছিল। গতকাল বরিবার তার একটা আপডেট ছিল সেই আশায়। কিন্তু সেখানে মেলেনি কোনো সুখবর। তাই তার ছিটকে যাওয়া। আর হাসান মাহমুদ সুস্থই ছিলেন। কিন্তু অনুশীলনের প্রথম দিনই তিনি গোড়ালিতে চোট পান। এতে করে তার এশিয়া কাপ খেলা শঙ্কায় পড়ে যায়। আজ সেটি চূড়ান্ত হয়ে যায়। এতে করে ১৭ জনের দল নেমে আসে ১৬ জনে।
নাঈম শেখ দলে ফিরেছেন উইন্ডিজ সফরে ‘এ’ দলের হয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলে। তিনি এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচ খেলেন গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। অভিষেক ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। সেই ম্যাচে উদ্বোধন করেছিলেন লিটন দাস ও তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের সঙ্গে উদ্বোধন করে মাত্র ১ রান করে আউট হয়েছিলেন তিনি। এবার তাকে নেওয়া হয়েছে এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের ব্যাকআপ ওপেনার হিসেবে। দুইজনের মধ্যে কেউ কোনো কারণে ইনজুরিতে পড়লে ওপেনার সংকটে পড়বে দল। এই ভাবনা থেকেই নাঈম শেখ এশিয়া কাপের দলে।
এমপি/এসজি