‘হাতে গ্যাস নিয়ে তেলের চিন্তা করে লাভ নেই’
দুই দিন আগে একটি প্রতিষ্ঠানের পণ্যের দূত হওয়া অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব আল হাসান জানিয়েছিলেন, এশিয়া কাপ নিয়ে তার কোনো আশা নেই। তার ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ সোমবার মিরপুরেও তিনি জানালেন একই কথা।
সাকিব বলেন, ‘এখন যেটা ফোকাসের জায়গা সেটা আগামী দুই-আড়াই মাস। এই সময়ে আমরা কতটা উন্নতি করতে পারি। আমাদের অনেক চোটের সমস্যা আছে। এখন যে সময় যাচ্ছে, যে পরিমাণ খেলা হচ্ছে, এটা সব সময় হবে। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রিসোর্স আছে, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’
সম্পদ বা শক্তি যা আছে তা দিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করতে হবে। সাকিব জানান, হাতে গ্যাস নিয়ে তেলের কথা ভেবে লাভ নেই। গ্যাস দিয়েই সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, ‘এখন আমার কাছে তেল নেই। এখন তেল দিয়ে কী করতে পারি সেটা ভেবে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, সেটা দিয়ে কী কী কাজ করতে পারি সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভালো দল। আমার যদি রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারি, আমি যদি একবার-দুইবার-তিনবার করে দেখাতে পারি তাহলে বুঝতে হবে যে আমাদের সেই সামর্থ্য আছে। আমরা কতটা ধারবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। সেটা করতে পারলে জেতা শুরু করব। যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হেরে গেলাম। প্রতিটা ম্যাচে প্রতিযোগিতা করলাম। যেন মানুষ বুঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছি।’
দলের বর্তমান সামর্থ্য সাকিব বুঝেন। যে কারণে সাকিব মনে করেন তাদের কাছে মানুষ আর বেশি কিছু প্রত্যাশা করে না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মানুষরা এখন আর আমাদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করে না। বিশেষ করে টি-টোয়েন্টিতে। গত ১৬-১৭ বছরে তেমন কিছু করতে পারিনি। এখন টি-টোয়েন্টিটা এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে অনেক ফোকাস করা, ইনভেস্ট করা এই জায়গায় ধারবাহিকভাবে যেন ভালো করতে পারি সেই চেষ্টা করা।’
এমপি/এসজি