এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না: সাকিব
টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দশা কাটাতে দলের মাঝে পরিবর্তনের গান। অধিনায়ক বদল। এবার যদি কিছু হয়। যার প্রথম মিশন এশিয়া কাপ। কিন্তু রাতারাতি কি বদলে যাওয়া সম্ভব? সাকিব আল হাসান বলেন, ‘কখনো না কখনো কোনো কিছু শুরু করতেই হবে। আরও পরে যদি হতো সেটা থেকে তো এখন হওয়া বেটার।’
কিন্তু ব্যর্থতার পালা কি এখানেই শেষ? আর কি শুনতে হবে না এ জাতীয় কথা। নতুন করে অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান নিজেও জানেন না এর শেষ কোথায় কিংবা এটাই শেষ কিনা?
তিনি বলেন, ‘ব্যর্থতা তো আছেই। অস্বীকার করার কিছু নেই। এটা অবশ্যই করে। আর এটা আমরা শেষবারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরও আবার শুনতে হতে পারে, আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না। আমরা যদি চেষ্টা না করি কখন জানতে পারব। চেষ্টা করাটাও জরুরি।’
শ্রীধরন শ্রীরাম এসেছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। এখন তিনিই সবকিছু পরিকল্পনা করবেন। কিন্তু সাকিব মনে করেন তারা কেউই ফোর-ফাইভের ছাত্র না যে তাদের শিখিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘পরিকল্পনাগুলো সচরাচর কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের এখানে একজন নতুন দায়িত্বে এসেছেন তার সঙ্গে বসে এগুলো করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। যেটা হয়েছে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তাদের নিজেদের আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সবাই যার যার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে মনে করি। এজন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই।’
নতুন টেকনিক্যাল কনসালটেন্ট আসার পর সাকিব আজ প্রথম বৈঠকে বসেছিলেন কোচিং স্টাফদের নিয়ে। তিনি বলেন, ‘আমরা আজই প্রথম এশিয়া কাপ নিয়ে মিটিং করতে পারলাম কোচিং স্টাফদের সঙ্গে। তারপর তিন-চারদিন আরও মিটিং হবে। নতুন একজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। বোঝার অনেক বিষয় আছে। আমরা যখন এই রুম থেকে বের হব সবাই একটা চিন্তা নিয়ে বের হবে। এরকম হলে যেটা হয় অনেক সময় খারাপ সিদ্ধান্ত ভালো হয়ে যায়। আর যদি এই বিশ্বাস না থাকে অনেক ভালো সিদ্ধান্ত খারাপ হয়ে যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ড্রেসিং রুমে কী সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ড্রেসিং রুমের মানুষ সেটা বিশ্বাস করছি কিনা। সবার বিশ্বাস করতে হবে এমন কথা নেই। তবে বিশ্বাস না করলে আমরা ওইটার পেছনে ফুললি ব্যাক করছি কিনা এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব।’
এমপি/এসজি