চাপে রাখতেই অধিনায়ক করা!
মাঠের বাইরে সাকিবকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, মাঠের সাকিবকে নিয়ে ন্যূনতম কোনো বিতর্কের অবকাশ নেই। এখানে তিনি সেরা। নাম্বার ওয়ান। আর সে কারণেই একসময় তার উপর বর্তেছিল টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। আবার সেই নেতৃত্ব হারিয়েছিলেন মাঠের বাইরের বিতর্কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে আইসিসি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করলে। এরপরও মাঠের বাইরের সাকিবকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আবার মাঠের পারফরম্যান্স দিয়ে আড়াল করে দিয়েছেন।
সময়ের পরিক্রমায় আবার সাকিবের কাঁধে টেস্টের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বও। টেস্টের নেতৃত্ব নেওয়ার সময় মাঠের বাইরে কোনো বিতর্ক ভর না করলেও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেওয়ার সময় বিশ্বব্যাপী জুয়া খেলার প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। যে কারণে তাকে দায়িত্ব দেওয়া হবে কি না এ নিয়ে গভীরভাবে ভাবতে হয়েছিল বিসিবিকে। নতুন করে দায়িত্ব পাওয়ার পর সাকিব মনে করেন বিসিবি সভাপতি তাকে চাপে রাখার জন্য এবার দায়িত্ব দিয়েছেন।
সোমবার (২২ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে।’ হাসতে হাসতে এমন উত্তর দেওয়ার পর সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গা এবং বোর্ড করেছে চ্যালেঞ্জিং জায়গাগুলোতে আমি সেরা অপশন। হয়তো সে কারণে তারা আমাকে নির্বাচন করেছে।’
নতুন করে এই দায়িত্ব নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত ছিলেন- এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এটি একটি কঠিন প্রশ্ন। আমি জানি না কতটুকু, তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে যতটুকু দলের ভালো করা যায়।’
এমপি/এসজি