এক সেঞ্চুরিতে কপাল খুলছে ওপেনার নাঈম শেখের

উইন্ডিজ সফরে ‘এ’ দলের হয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করেই জাতীয় দলে ফেরার কপাল খুলছে ওপেনার মোহম্মদ নাঈম শেখের। এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের দলে ডাক পেতে যাচ্ছেন তিনি।
উইন্ডিজ সফরে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে মোহাম্মদ নাঈম শেখ ১০৩ রান করেছিলেন। তার ১১৬ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ১৪টি চার। তাকে বিবেচনা করার কারণ দলে নেই কোনো বিকল্প ওপেনার। এনামুল হক বিজয় বা পারভেজ হোসেন ইমন কোনো কারণে ইনজুরিতে পড়লে ওপেনার সংকটে পড়বে দল। এই ভাবনা থেকেই নির্বাচকরা নাঈম শেখের বিষয়টি মাথায় নিয়ে ভাবছেন।
নাঈম শেখের পাশাপাশি নির্বাচকরা উইন্ডিজ সফরে ভালো করায় পেসার মৃত্যঞ্জয় চৌধুরীকে নিয়েও ভাবছেন। সফরে মৃত্যুঞ্জয়ের বোলিং ছিল চোখে পড়ার মতো। তাকে ভাবনার কারণ পেসার হাসান মাহমুদের ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায়। মৃত্যুঞ্জয়ের পাশাপাশি শরিফুল ইসলামকেও আবার ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। তবে তারা ভাবনায় আছেন। চূড়ান্ত সিন্ধান্ত নিতে নির্বাচকরা বৈঠকে বসেছেন মিরপুরে।
এমপি/এসজি
