সৈন্য হিসেবে গিয়ে মন্ত্রী হয়ে আসতে পারে
বিশ্ববব্যাপী জুয়া খেলার প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বিতর্কের বিষয়ে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে আগামীকাল ২৩ আগস্ট দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান আজ প্রথম মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমে।
টি-টোয়ন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা এমনিতেই ভঙ্গুর। এই ব্যর্থতার অন্যতম যোগনদাতা ব্যাট হাতে রান করতে না পারা। ব্যাটসম্যানদের এই ব্যর্থতা আবার শুরু হয় উদ্বোধনী জুটি থেকে। আগে তামিম ইকবাল ছিলেন এক প্রান্তে। অপরপ্রান্তে ঘটত পালা-বদল। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের পর এখন দুই জায়গাতেই ঘটছে নিয়মিত পরিবর্তন। কিন্তু কেউই থিতু হতে পারছেন না। যে কারণে এশিয়া কাপেও দেখা যাবে নতুন জুটিকে। সম্ভাবনা বেশি পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়ের।
উদ্বোধনী জুটির এই দৈন্যতা আবার ফিরে পাওয়া অধিনায়ক সাকিব আল হাসান নিজেকে ‘আনলাকি’ মনে করেন না। তিনি মনে করেন কেউ হয় হয়তো দাবা খেলার সৈন্য হয়ে মুভ করে মন্ত্রী হয়ে বের হয়ে আসতে পারে। তিনি বলেন,‘ আনলাকি এভাবে মনে করার কিছু নেই। একটা নতুন প্লেয়ার যখন আসবে ওর জন্য একটা সুযোগ তৈরি হয়। এখন যারা খেলবে তাদের জন্য একটা বড় সুযোগ। তাদের অনেক কিছু দেখানোরও আছে। আসলে আপনি যতক্ষণ পর্যন্ত না একজন সোলজারকে যুদ্ধে পাঠাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না ওর অ্যাবিলিটি কী। আপনি হয়তো দাবার সৈন্য হিসেবে সেন্ট করলেন, মন্ত্রী হিসেবে বের হয়ে আসতে পারে, তাই না।’
সাকিব আগে থেকে কাউকে ‘জাজ’ করতে চান না। তিনি বলেন, ‘আমি আসলে আগে থেকে কাউকে জাজ করতে চাই না। অনেক ভালো পারফর্ম করে এসেছে তা আমি জাজ করতে চাই না। আবার শুরুতে ভালো করতে পারেনি, তাও আমি জাজ করতে চাই না। একটা সময়ের পর জাজ করাটা শোভা পায়, তার আগে পর্যন্ত আসলে না। কারণ আমি কে আসলে জাজ করার। আমি কী জানি যে পাঁচ বছর পর আসলে কী হবে? এ রকম অনেক হয়েছে না। শুধু আমাদের দেশে না, অন্য দেশেও।
এমপি/এসএন