বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সাকিব কি আদৌ চুক্তি করেছিলেন?

সব কিছুই যেন রকেট গতিতে হয়ে গেল? চুক্তি হলো, বিতর্ক হলো, আবার বাতিলও হলো। সময় লেগেছে ২০ দিনেরও কম? এই চিত্রনাট্য বিশ্বব্যাপী জুয়া খেলার অন্য লাইন প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে। বাংলা চলচিত্র ‘হাওয়া’ নিয়ে দর্শকরা যেমন বুদ হয়ে আছেন, সাকিব কাণ্ড তেমনি দর্শকরা বুদ হয়েছিলেন! ‘হাওয়া’ দর্শকদের অন্তর ছুঁয়ে গেছে। দিয়ে যাচ্ছে নির্মল আনন্দ। কিন্তু সাকিবের ঘটনা সবার অন্তরে ‘ক্ষত’ সৃষ্টি করেছে। তুমুল সমালোচনা আর বির্তকের পর সাকিব চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন। কিন্তু এই চুক্তি বাতিল করা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। সাকিব কী আসলেই বেটউইনারের সঙ্গে চুক্তি করেছিলেন!

কারণ, চুক্তি হওয়ার পর ১৯ দিনের (ফেসবুক হিসেব অনুযায়ী) মাথায় তা বাতিল করা কী আদৌ সম্ভব? আর সাকিব চাইলেও প্রতিষ্ঠান কি তা মেনে নেবে? এখানে নোটিশ পিরিয়ড দেওয়ার সময়ও ছিল না। তা ছাড়া এ জাতীয় চুক্তি হয় কমপক্ষে এক বছরের জন্য। যেখানে মিনিমাম একটা নোটিশ পিরিয়ড থাকে, যা কমপক্ষে এক থেকে দুই মাস। সব কিছু হয় দুই পক্ষের আলাপ-আলোচনার ভিত্তিতে।

সাকিবের চুক্তির বিষয়ে জানা আর বাতিল করা সবই সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে। এখানে স্থায়ীত্ব ছিল ১৯ দিন। এটা কম বেশিও হতে পারে। কারণ সাকিবের এই বিতর্কিত চুক্তি সবার নজরে আসে তার ফেসবুকে পেজে ছবি দিয়ে তিনি নিজে জানানোর পর। সেই দিনটি ছিল ২ আগস্ট। আর তিনি ফেসবুক থেকে মুছে ফেলেন ২০ আগস্ট। চুক্তি বাতিলের বিষয়টি সাকিব প্রথমে বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছিলেন, পরে লিখিতভাবে। কিন্তু চুক্তির কোনো কাগজ-পত্র তিনি বিসিবিকে দেখাননি বলে জানা গেছে একটি সূত্রে।

বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের তাদের প্রতিষ্ঠানের পণ্যের দূত করে থাকে। এ রকম বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান ও আইনজীবির সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে ঢাকা প্রকাশের পক্ষ থেকে কথা বলা হয়। তাদের সবার কথার মিল ‍ছিল এক জায়গাতে, চুক্তি বাতিল করতে হলে মিনিমাম একটা নোটিশ পিরিয়ড থাকে। সেটা মানতে হয় দুই পক্ষকেই। আবার সাকিবের মতো চুক্তি করে এত অল্প সময়ে তা বাতিল করার নজির করপোরেট জগতে বিরল বলেও উল্লেখ করা হয়।

নগদের হেড অব কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল বলেন, যেকোনো সময় যে কেউ বের হয়ে যেতে পারে। সেটা আসলে চুক্তিতে উল্লেখ থাকে। সেক্ষেত্রে সাধারণত বলা থাকে, কয় মাসের নোটিশ পিরিয়ড থাকে। এটা আসলে কয় মাসের হবে সেটা নির্ভর করে তার বার্গেনিং পজিশন কতটা শক্ত।

বিস্তা ইলকট্রনিক্সের পরিচালক উদয় হাকিম বলেন, ‘চুক্তিটা হয় সেলিব্রেটিদের সঙ্গে। যে কারনে আমরা খুব এটা নিয়ে কড়াকাড়িতে যাই না। এতে করে তার জন্যও সহজ হয়, আমাদের জন্যও সহজ হয়। যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আসেন তারাতো সম্মানীয় মানুষ। যে কারণে আইনগত বিষয়গুলোকে অতটা কড়াকাড়ি করে দেখা হয় না।’ চুক্তির টাকা প্রদানের বিষয়ে তিনি বলেন, ‘এটাও নির্ভর করে দুই পক্ষের মধ্যে। এখানেও সে রকম কোনো কিছু নেই যে এতো দিতে হবে, ততো দিতে হবে। কেউ তিন মাসের মধ্যে দেয়। কেউ ছয় মাসের মধ্যে দেয়। আবার দুই বছরের চুক্তি। দুইটি পেমেন্ট হবে। একটা পেমেন্ট আগেই দিয়ে দেয়। এটা আসলেই পুরোটাই দুই পক্ষের আলোচনা সাপেক্ষে।’

রবি মুঠো ফোন প্রতিষ্ঠানের মিডিয়া বিভাগের আশরাফ বলেন, ‘চুক্তি বাতিলের ক্ষেত্রে একটা মিনিমাম টাইম লাইন দেয়া থাকে। এটা আমাদের লিগ্যাল টিম বলতে পারবে। কতদিনের নোটিশ দিতে হবে এটার একটা লিগ্যাল ইস্যু আছে।’ চুক্তি আগে বাতিল করলে লেনদেনে বিষয়ে তিনি বলেন, ‘কত টাকা তাকে দেব, কত টাকা দেব না এটা চুক্তির ক্লজে উল্লেখ থাকে। এটা ভেরি করে। এক একটা কেসে একেক রকম হয়। সেটা দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ফাইনাল হয়।’

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘কোনো এক পক্ষ যদি আগ্রহ অনুভব না করে সেক্ষেত্রে দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে সরে আসতে পারে। এটা দুই পক্ষর মাঝে নির্ভর করে। যেমন মিরাজ আমাদের সঙ্গে এখনো আছে। মিরাজ যদি আগ্রহ না করে তাহলে জানিয়ে দেবে যে ভাই আমি আগামী মাস থেকে আমি আর আপনাদের সঙ্গে থাকতে চাচ্ছি না। এখানে আমাদের নোটিশ পিরিয়ড আছে তিন মাসের। এই তিন মাস আগে আমাদের জানাতে হবে।’

একটি কর্পোরেট প্রতিষ্ঠানের আইনজীবি আনিসুর রহমান বলেন, ‘যেকোনো পক্ষ যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারে। অনেক সময় শর্ত থাকে ৩০ দিনেরে নোটিশ দিয়ে বাতিল করতে হবে। অনেকগুলোতে থাকে যে কোনো সময় যে কোনো পক্ষ চুক্তি বাতিল করতে পারে। এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করে।

নাম প্রকাশ করার না শর্তে বিসিবির সাবেক এক পরিচালক বলেন, ‘বিসিবি এটা আরও ভালোভাবে ইনভেস্টিগেট করতে পারত। সাকিব কবে চুক্তি করেছিল? কি ছিল এই চুক্তিতে? কিভাবে ফিরে আসল এত দ্রুত। ১০ কোটি টাকার চুক্তি যেটা মার্কেটে শুনা যায়, আদৌ চুক্তি ছিল কি না? তাকেওতো ‍বুঝাতে হবে ভবিষ্যৎয়ের জন্য। ‍কীভাবে প্লেয়ারদের আ্যাটাক করছে। সাকিবের মতো প্লেয়ার যদি জড়িত হয়ে পড়ে, তাহলে জুনিয়ররা তো আরও সহজে তাদের ফাঁদে পা দেবে। সেই জিনিষগুলো দেখে, তদারকি করে প্রয়োজনে একটু সময় নেওয়া যেত।’

সাকিবের স্বল্প সময়ে চুক্তি করে আবার তা বাতিল করা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এটা খুবই টাফ। আমার কাছে মনে হয় প্লানটাই এরকম ছিল। আমরা ধারণাটা সত্যি নাও হতে পারে। কিন্তু পরিস্থিতি দেখে তাই মনে হয়। আমাদের সঙ্গে চুক্তি করে যে কেউ ১৫ দিনের মধ্যে বের হয়ে যাবে মনে হয় না আমরা সে সুযোগ দিতাম।’

আরেকটি কর্পোরেট প্রতিষ্ঠানের। ঊর্ধ্বতন কর্মকর্ত বলেন, ‘১৫ দিনের মধ্যে চুক্তি বাতিলের ঘটনা এ যাবৎ কালে শুনিনি। এভাবে চুক্তি বাতিল করলে অ্যাম্বাসেডরের কোনো সমস্যা না হলেও সেই প্রতিষ্ঠানের সুনামে আঘাত লাগবে। তখন হয়তো অনেকেই ভাববে যে সেই প্রতিষ্ঠানের কোনো সমস্যা আছে।’

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান

ড. সলিমুল্লাহ খান। ছবিঃ সংগৃহীত

প্রথিতযশা বাংলাদেশী চিন্তাবিদ ও লেখক এবং রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে, একইভাবে আওয়ামী লীগও একদিন বিলুপ্ত হবে।

প্রবাসী সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের এক অনলাইন আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের বিশ্লেষণধর্মী মতামত তুলে ধরার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।

ড. সলিমুল্লাহ খান বলেন, আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে, তাহলে আমার রাজনৈতিক পড়াশোনার সবকিছুই বৃথা যাবে।

তিনি দাবি করেন, আমি শুনেছি, আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা বলেছেন, দলটি এখন জনগণের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, কিন্তু তাদের নেত্রী কখনোই এ কথা বলেন নি। তবে ক্ষমা চাইলেও খুনের অপরাধের মার্জনা হয় না। যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার ফৌজদারি আদালতের মাধ্যমেই হবে।

ড. সলিমুল্লাহ খান বলেন, আমি মনে করি, আওয়ামী লীগ তাদের রাজনীতি করার নৈতিক বৈধতা হারিয়েছে। তিনি শামসুর রহমানের প্রথম কবিতার বই 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে'-এর উদাহরণ টেনে বলেন, "বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ যেমন নিজেকে বিলুপ্ত ঘোষণা করেছিল, তেমনি এখন তারা আবার দ্বিতীয়বার আত্মবিলুপ্তির পথে হাঁটছে।"

ড. সলিমুল্লাহ খান আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে প্রতিশোধপরায়ণ নন, যদিও শেখ হাসিনাকে নিয়ে বলা হয় যে তিনি ভয়ানক প্রতিশোধপরায়ণ।

তিনি বলেন, আমি মনে করি, শেখ হাসিনার প্রধান সমস্যা হলো তিনি লেখাপড়া জানতেন না। তার কথা বলার ধরন থেকে কখনোই মনে হয়নি যে তিনি প্রজ্ঞাবান।

এ আলোচনা শেষে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনশীল এবং সময়ই বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।

Header Ad
Header Ad

ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  

ছবিঃ সংগৃহীত

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে গত বছর মার্চে ছাত্রলীগের ছত্রছায়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনীতি ফেরাতে বেশ সরব ছিলেন সংগঠনটির একদল নেতাকর্মী। এর অন্যতম সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও বুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের ছাত্র ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বী। এ ঘটনায় রাব্বীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন ৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও শোকজ করা হয়েছে ৫২ জনকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, বুয়েটে রাজনীতি নিষিদ্ধ। কিন্তু শাস্তি পাওয়া শিক্ষার্থীরা গত মার্চে ছাত্রলীগের ছত্রছায়ায় রাজনীতি ফেরাতে বেশ সরব ছিলেন। সেসব বিষয় তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাব্বী ছাড়া আজীবন বহিষ্কার হওয়া বাকি শিক্ষার্থীরা হলেন, বুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের তানভীর মাহমুদ স্বপ্নীল ও মিশু দত্ত চাঁদ, কেমিকৌশল বিভাগের ২০তম ব্যাচের অরিত্র ঘোষ, সাগর বিশ্বাস জয়, আশিক আলম ও আসগর দাস এবং যন্ত্রকৌশল বিভাগের ১৯তম ব্যাচের আসিফ আল জাবের।

শাস্তি-শোকজ হওয়া ৬০ জনই ছাত্রলীগের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে প্রকাশ্যে বা গোপনে যুক্ত থাকা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মিডিয়ায় মিথ্যা ইন্টারভিউ দেওয়া, ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ নষ্টের চেষ্টা করেছে এমন বুয়েটের ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ১২ জনকে ৬-৪ টার্ম বহিষ্কার, ৬ জনকে ২ টার্ম এবং ৩৪ জনকে ওয়ার্নিং ও হল বহিষ্কার করা হয়েছে আজ। অর্থাৎ মোট ৬০জনকে প্রায় ৫মাস তদন্তের পরে শাস্তি দেওয়া হলো।

তিনি আরও লেখেন, মূলত গত বছরের এপ্রিল থেকে বুয়েটে ছাত্ররাজনীতি চালুর যে চেষ্টা হয়েছিলো, এরা তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। ভবিষ্যতে যারা পুনরায় একই ধরনের চেষ্টা করার কথা ভাবছেন, আশা করি ফলাফল কেমন হতে পারে তা স্মরণে রেখে নিজেকে বিরত রাখবেন।

এর আগে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সভায় বুয়েটের আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও আরও ৫২ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি ও শোকজ করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বুয়েটের ডিএসডাব্লিউ অধ্যাপক ড. এ কে এম মাসুদ।

তিনি বলেন, আমাদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের শৃঙ্খলাভঙ্গের কারণে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ১২ জনকে বিভিন্ন মেয়াদে টার্ম বহিষ্কার করা হয়েছে। ছয়জনকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং শেষ বারের মতো সতর্ক করা হয়েছে। হলের সিট বাতিল করা হয়েছে সাতজন শিক্ষার্থীর ও ২৭ জনকে সতর্ক করা হয়েছে।

Header Ad
Header Ad

জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক সজিব হোসেন (১৭) উপজেলার মেদিনীপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে মেদিনীপুর সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় মাদকসহ সজিবকে আটক করে বিএসএফ। একই গ্রামের আরও তিনজন-মকবুল হোসেন, শাওন ও নয়ন-সজিবের সঙ্গে সীমান্ত পার হলেও তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফ তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও সজিব ধরা পড়ে।

সজিবের মা সাবিনা খাতুন জানান, তার ছেলে বন্ধুদের সঙ্গে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সবাই ফিরে এলেও সজিব আর ফেরেনি। খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন, বিএসএফ সজিবকে আটক করেছে। এরপর তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করলে প্রথমে বিজিবি বিষয়টি জানে না বলে জানায়। পরদিন সকালে বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা জানান, সজিবকে বিএসএফ ভারতীয় থানায় হস্তান্তর করেছে এবং তাকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিক জানান, সজিব একজন মাদক কারবারি। ভারতীয় তিন নাগরিকসহ সজিবকে মাদকের চালানসহ আটক করেছে বিএসএফ। যেহেতু সে ভারতে মাদকসহ ধরা পড়েছে, তাই তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা