এশিয়া কাপে সাকিবের কোনো লক্ষ্য নেই!
বেটউইনার কাণ্ডে বিতর্কে জড়ানোর পর সাকিব আজই প্রথম এসেছিলেন সংবাদ মাধ্যমে। একটি প্রতিষ্ঠানের পণ্যের দূত হওয়া অনুষ্ঠানে তিনি যোগ দেন।
সেখানে বিশ্বব্যাপী জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করা নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। অবশ্য করার সুযোগ ছিল না। কারণ, আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সঞ্চালক তাদের অনুষ্ঠান সংশ্লিষ্টতা ছাড়া এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না বলে বারবার ঘোষণা দিচ্ছিলেন। তারপরও সাংবাদিকরা এশিয়া কাপ নিয়ে সাকিবকে কয়েকটি প্রশ্ন করতে পেরেছিলেন। যেখানে সাকিব জানিয়েছেন এশিয়া কাপ নিয়ে তার কোনো প্রত্যাশা নেই।
তিনি বলেন, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমি যদি মনে করি যে একদিন দুদিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। আমাদের যদি বাস্তবিক চিন্তা আপনি করেন, আশা করি তিন মাস সময় যখন আমরা বিশ্বকাপ খেলব। একটা যদি উন্নতি দেখতে পারেন দল থেকে, ওটাই আমাদের আসল উন্নতি।’
এশিয় কাপ নিয়ে সাকিবের কোনো প্রত্যাশা না থাকলেও তার ভাবনায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো (এশিয়া কাপ ও নিউ জিল্যান্ডে তিন জাতরি টি-টোয়েন্টি সিরিজ)।’
এশিয়া কাপ নিয়ে সাকিবের কোনো আশা না থাকলেও দলগতভাবে ভালো কিছু করার আশা তার আছে।
তিনি বলেন, ‘আমাদের আজকে অনুশীলন শুরু হয়েছে। কাল আর পরশু দুটা অনুশীলন ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ বলতে গেম সিনারিও। তারপর আমরা এশিয়া কাপের জন্য ২৩ তারিখে যাচ্ছি। ওখানে আমাদের ৬-৭দিনের অনুশীলনের সময় থাকবে। আশা করি আমাদের যে দলটা আছে, আমরা প্রস্তুতি নিয়ে দলগতভাবে ভালো কিছু করার চেষ্টা করব।’
এমপি/এমএমএ/