অনুশীলন শুরু না হতেই ইনজুরিতে পেসার হাসান মাহমুদ!
শ্যাম রাখি, না কুল রাখি-বাংলাদেশের অবস্থা হয়েছে অনেকটা সে রকমই। এখন কি মাঠে ক্রিকেট খেলবে, না ইনজুরি সামাল দিবে।
এমনিতেই ইনজুরিতে জর্জরিত দল। যে কারণে এর্শিয়া কাপের জন্য দল ঘোষণা করতে সময় বাড়িয়ে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলে আবেদন করে।
এর মাঝে ছিল আবার সাকিব ইস্যু। সব বাধা পেরিয়ে অবশেষে কোনো রকমে দল ঘোষণা করা হয়।
শনিবার (২০ আগস্ট) থেকে শুরু হয় এশিয়া কাপের অনুশীলনও। কিন্তু সেখানেও বিপত্তি। ইনজুরি যেন পিছু ছাড়তেই চাচ্ছে না দলের। এবার অনুশীলনের প্রথম দিনই ইনজুরিতে পড়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।
তিনি গোড়ালিতে চোট পেয়েছেণ। আপাদত তাকে বিশ্রামে রাখা হয়েছে। যে কারণে প্রস্তুতি ম্যাচও খেলতে পারবেন না। বিকালে তার এক্সরে করানো হবে। তারপর বোঝা যাবে তার ইনুজরির মাত্রা কেমন। তিনি এশিয়া কাপ খেলতে পারবেন, কি না।
হাসান মাহমুদ অভিষেকর পর খুব একটা সময় মাঠে থাকতে পারেননি। ইনজুরিতে পড়ে দীর্ঘ বিরতির পর তিনি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরেছিলেন। তিন ম্যাচের ওয়ান ও টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেছিলেন দুইটি করে ম্যাচ। নিয়েছিলেন তিনটি করে উইকেট। কিন্তু সেই ফিরে আসার পর চলার পথ ইনজুরিতে পড়ে আবারও শঙ্কায়?
এমপি/এমএমএ/