শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট
টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দশা কাটাতে কোমর বেঁধে নেমেছে বিসিবি। পরিবর্তনের ছোঁয়াটা এশিয়া কাপ থেকেই শুরু করার দৃঢ় ইচ্ছে। বৃহস্পতিবার সাকিব-মুশফিকদের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের এমনই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই লক্ষ্যে পূরণে আজ শুক্রবার গুলশানে তিনি ঘোষণা দিলেন সাকিব-মুশফিকদের জন্য নিয়ে আসা হচ্ছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। তিনি কাজ করবেন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আগামী ২১ আগস্ট তার বাংলাদেশে আসার কথা।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা শর্টলিস্ট করেছিলাম, সে (শ্রীরামকে) ওই লিস্টে ছিল। সে আমাদের এখানে ২১ আগস্ট দুপুরে আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।’
শ্রীধরন শ্রীরামের খেলোয়াড়ি ক্যারিয়ার খুব বেশি উজ্জল নয়। চার বছরের (২০০০-২০০৪) ক্যারিয়ারে ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন। যার ৭টিতে রান করেছেন মাত্র ৮১। সর্বোচ্চ ৫৭। তাও আবার বাংলাদেশের বিপক্ষে ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আবার বাংলাদেশের শততম ওয়ানডে ম্যাচ। বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। এখানেও সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে। ২০০৪ সালে চট্টগ্রামে তিনি ৯ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকটে।
খেলা ছেড়ে দেওয়ার পর তিনি কোচিংয়ে মনোনিবেশ করেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ৬ বছর। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও কোচের দায়িত্ব পালন করেছিলেন। তার এই কোচিং অভিজ্ঞতাটাকেই কাজে লাগাতে চায় বিসিবি। নাজমুল হাসান পাপনের কণ্ঠেও ছিল সেরকম আশার বাণী, ‘কতগুলো বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়। সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’
এদিকে গত কয়েকদিন ধরেই মিরপুরে ভেসে বেড়াচ্ছিল টি-টোয়েন্টি দলের প্রধান কোচ থেকে রাসেল ডোমিঙ্গোকে অব্যাহতি দিয়ে জেমি সিডন্স বা অন্য কাউকে নতুন করে নিয়ে এসে এই দায়িত্ব দেওয়া হবে। আজ সাপ্তাহিক বন্ধের দিন এই গুঞ্জন আরও বেশি করে ডালপালা বিস্তার করে। কিন্তু দুপুরে বিসিবির সভাপতির বক্তব্যে সব গুঞ্জনের অবসান হয়। তবে ভাগ্য নির্ধারিত হয়নি রাসেল ডোমিঙ্গোর। তার টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব এখনো ঝুলে আছে। আগামী ২২ আগস্ট ডোমিঙ্গোসহ কোচিং স্টাফদের সঙ্গে বিসিবির সভাপতির বৈঠক আছে। সেখানেই অনেক কিছু নতুন করে নির্ধারিত হবে। বিসিবি সভাপতি নিজেও দিয়েছেন তার ইঙ্গিত।
তিনি বলেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। আগামী ২২ আগস্ট সবার সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।’
এমপি/এসজি