ইংল্যান্ডে সফর নেই, পাপন জানালেন বাংলাদেশের সঙ্গে সবাই খেলতে চায়!
২০২৩ থেকে ২০২৭ সাল-এই চার বছরের এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের। এ সময় বাংলাদেশ ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলবে। কিন্তু ম্যাচ বেশি পেলে কী হবে? বড় দলগুলোর বিপক্ষে খেলা নেই বললেই চলে।
ইংল্যান্ডে নেই কোনো সফর। অস্ট্রেলিয়া ও ভারত একবার করে আমন্ত্রণ জানিয়েছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ২৪ বছর পর খেলবে শুধুমাত্র দুইটি টেস্ট। ভারত সফরে আছে দুইটি টেস্টের সঙ্গে আছে তিনটি টোয়েন্টি। এ নিয়ে গতকালই বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, তারা এফটিপির বাইরেও চেষ্টা চালাবেন খেলার।
তিনি বলেছিলেন, ‘বড় দলগুলোর সঙ্গে সবাই খেলতে চায়। সবার প্রত্যাশা আইসিসির রাখতে হয়। বাংলাদেশ এবারের চক্রে বেশ ভালো ম্যাচ পেয়েছে। যা আমাদের ক্রিকেটে যথেষ্ট। হ্যাঁ আমাদের ইংল্যান্ড সফর নেই। তবে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাবো। সেই সুযোগ আমাদের আছে। আমাদের পরবর্তী ধাপ থাকবে, যে দেশে আমাদের অ্যাওয়ে সিরিজ নেই সেখানে কিছু করা যায় কিনা।’
অথচ বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা ছিল ঠিক তার উল্টো।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে এখন সবাই গুরুত্ব দিচ্ছে। খেলতে চাচ্ছে। তিনি বলেন, ‘যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেকগুলো ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।’
আগামী চার বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ােেক নাজমুল হাসান পাপন গর্বের বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার, ‘এফটিপির বাইরেও খেলা আছে। আলাপ-আলোচনা চলছে আরও খেলার। আইসিসি, এসিসি ইভেন্ট তো আছেই। এটাকে ম্যানেজ করা, সামলানো অনেক বড় চ্যালেঞ্জ।’
এমপি/এমএমএ/