সাকিবকে দেখে পাপনের আত্মবিশ্বাসী মনে হয়েছে
বেটউইনারের সঙ্গে সাকিবের সর্ম্পকচ্ছেদ হলেও তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা নিয়ে সমালোচনা হচ্ছেই। সাকিবকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণাও করা হয়েছে। পুরো দলের অনুশীলন শুরু না হলেও সাকিব প্রথমে একা শুরু করেন। পরে সেখানে এসে একে একে শামিল হন মুশফিকুর রহিম, এবাদত হোসেন, এনামুল হক বিজয়,মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।
বিদেশি কোচিং স্টাফরা সবাই এখনো ছুটি কাটিয়ে ফিরে আসেননি। বর্তমানে জেমি সিডন্স দেখ-ভালো করছেন। এরই মাঝে আজ হুৃট করে সাকিবদের অনুশীলন দেখতেক ছুটে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপরেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিসিবি সভাপতি যখন মিরপুরে আসেন, তখন সাকিব অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে ফিরে গেছেন। মুশফিক অনুশীলন করছেন সেন্টার উইকেটে। তাকে দেখে অনুশীলন বন্ধ করে মুশফিকসহ অন্য ক্রিকেটাররা বিসিবি সভাপতির সঙ্গে দেখা করতে ছুটে যান। কথাও বলেন কিছু সময়।
এরপর বিসিবি সভাপতি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানান সাকিবকে দেখে তার খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি বলেন, ‘একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি। মানে জিততে পারব। খেলার জন্য খেলতে গেলাম। হারা-জেতা নিয়ে আমার কথা না। কিন্তু খেলার মধ্যে জিততে পারব বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে।
সাকিবের সঙ্গে তার নিয়মিত কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে।’
সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। সোহান-লিটন দাসের সঙ্গেও। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে জানতে চাচ্ছিলাম যে ওর (সাকিব) কী মনে হচ্ছে?
এমপি/এমএমএ/