কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ পন্ডিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ চন্দ্রকান্ত পন্ডিত।
কেকেআর বুধবার (১৭ আগস্ট) তাকে নিজেদের হেড কোচ হিসেবে ঘোষণা করে।
এর আগে দলটির হেড কোচের দায়িত্ব পালন করছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নেওয়ায় নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়েন তিনি।
৬১ বছর বয়সী পন্ডিতের কোচিংয়েই সবশেষ রঞ্জি ট্রফির শিরোপা জেতে মধ্য প্রদেশ। এরপর থেকেই তাকে কোনো আইপিএল দলের হেড কোচ হিসেবে দেখার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কেকেআর তাকে নিজেদের হেড কোচ হিসেবে ঘোষণা করল।
কলকাতার দায়িত্ব পেয়ে পন্ডিত বলেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়, পাশাপাশি অনেক বড় দায়িত্বও। আমি কেকেআর পরিবারের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রতিভার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি’।
উইকেটরক্ষক ব্যাটার চন্দ্রকান্ত পন্ডিত ভারতের হয়ে ১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত সময়ে পাঁচটি টেস্ট ও ৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরপর কোচিং ক্যারিয়ারে মনোযোগ দেন পন্ডিত। তার অধীনে মুম্বাই (২০০৩ ও ২০০৪) ও বিধর্বা (২০১৮ ও ২০১৯) পরপর দুই বছরে শিরোপা পায়। তিনি সবমিলিয়ে কোচ হিসেবে ছয়টি রঞ্জি ট্রফি জিতেছেন।
আরএ/
