ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবার সেরা দশে মোস্তাফিজ
সময়টা মোটেই ভালো যাচ্ছিল না মোস্তাফিজের। টেস্টতো খেলতেই চান না। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে রান বন্যায় ভেসে যাচ্ছে বোলিং। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দারুন বোলিং করেন।
মাত্র ৫.২ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন চার উইকেট। আরা এই বোলিংই তাকে ওয়ানেডে র্যাঙ্কিংয়ের দশে নিয়ে এসেছে যৌথভাবে। তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। তিনি এগিয়েছেন ছয় ধাপ। ওয়ানডেতে মোস্তাফিজের সেরা র্যাঙ্কিং ছিল পঞ্চম। এটি ১০১৮ সালের। একই ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন তাইজুর।তার উন্নতি ঘটেছে ১৮ ধাপ। তিনি আছেন ৫৩তম স্থানে। অবনতি ঘটেছে মেহেদি হাসান মিরাজের। তিনি দুই ধাপ পিছিয়ে অবস্থান করছেন আটে। অবনতির পরও তিনিই বাংলাদেশের বোলারদের মাঝে সেরা অবস্থানে আছেন।
ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান আছেন আগের মতোই ১৬তম স্থান ধরে রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ ৩৪ নম্বরে। শেষ ওয়ানডেতে আফিফ হোসেন অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলা ৮৩তম স্থানে আছেন। আবার একই ম্যাচে ৭৬ রানের খেলে একশ জনের ভেতর আসতে পারেননি এনামুল হক বিজয়। একই ম্যাচে কোনো রান করতে পারেননি মুশফিকুর রহিম। তিনি পিছিয়েছেন দুই ধাপ। তার অবস্থান ২১ নম্বারে। অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান আছেন যথারীতি সবার ওপরে।
এমপি/এমএমএ/