সিকান্দার রাজার স্টাম্প উপড়ে ফেলা নিয়ে যা বললেন এবাদত
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের বিপক্ষে অপ্রতিরোধ্য ছিলেন সিকান্দার রাজা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে তিনি ৬ ম্যাচ খেলে ৪টিতেই ছিলেন অপরাজিত। টি-টোয়েন্টিতে দুটি অপরাজিত ফিফটি করার পর ওয়ানডেতে সমান সংখ্যক সেঞ্চুরি করেই থাকেন অপরাজিত। ওয়ানডের শেষ ম্যাচে সিকান্দার রাজা প্রথম বলেই বোল্ড হয়ে যান। তার দুটি স্টাম্পই উপড়ে ফেলেন এবাদত হোসেন।
সেই আউট নিয়ে এবাদত বলেন, ‘দেশে থেকে যখন দেখতেছি রাজা দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি করেছে, মনে হচ্ছিল সে খুবই আত্মবিশ্বাসী। খুবই ভালো খেলতেছে। আমাদের বোলাররা খুব চেষ্টা করতেছিল। দ্বিতীয় ম্যাচের সময় কোচের সঙ্গে কথা বলতেছিলাম কীভাবে কী করা যায়? যেহেতু সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে খেলতেছে এবং তার কন্ডিশন ও উইকেটটা ভালো। কোচের সঙ্গে প্ল্যান করি, আমারও একটা প্ল্যান ছিল। সে আত্মবিশ্বাসী আর আমিও আত্মবিশ্বাসী ছিলাম আমার শক্তি নিয়ে। এভাবেই সফল।’
অভিষেক ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল তাকে বলেছিলেন, ‘(তামিম ভাই) বল বাই বল করতে বলেন। ফাস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ, যেটা তিনি আমার কাছ থেকে চায় আরকি।’
এশিয়া কাপ নিয়ে এবাদত বলেন, ‘সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। ওখানে অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো ভালো বোলার আছে। দেখব তারা কী করে, তাদের কী প্ল্যান। আমরা আমাদের প্ল্যান মতো কাজ করব। ইনশাআল্লাহ দেখা যাক কী হয়।’
তিনি আরও বলেন, ‘টেস্টে আমরা ভালো করতেছি সবাই (পেসার)। এখন ওয়ানডেতে ভালো করার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে সুযোগ আসলে টি-টোয়েন্টিতে চেষ্টা করব। ভালোর তো শেষ নেই, ভালো করতে থাকব ইনশাআল্লাহ।’
এমপি/এসজি/