হয় ১৮০ রান কর, না হয় ১০০ রানে অলআউট হয়ে যাও: সুজন
তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বাজে অবস্থায় আছে কোন ফরম্যাটে টেস্ট না টি-টোয়েন্টি? এ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা করলে দুই পক্ষই শক্ত অবস্থানে থাকবে। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টিই হার মানবে। আসলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের যাচ্ছেতাই অবস্থা। হারের বৃত্তে আটকা পড়ে আছে। সামনে এশিয়া কাপ। গ্রুপ পর্বের বৈতরণি পার হতে পারবে কি না সন্দেহ আছে? অবস্থার উন্নতিকল্পে আবার দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাছে।
বিসিবির কর্তাদের আশা যদি এবার কিছু হয়। কিন্তু সাকিব যখন এর আগে দায়িত্বে ছিলেন, তখনো কিন্তু অবস্থার পরিবর্তন আনতে পারেননি। এবার নতুন করে পুরোনো দায়িত্ব পেলেও পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারছেন না। তামিম ইকবাল অবসরে। লিটন নেই, সোহান নেই, ইয়াসির আলী নেই। এত নেইয়ের মাঝেও খালেদ মাহমুদ সুজন মনে করেন এসপার কি ওসপার। হয় ১৮০ রান কর, না হয় ১০০ রানে অলআউট হয়ে যাও।
তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক মনোভাবটা তৈরি করতে পারছি না। একটা দ্বিধা নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা। আপনি যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন আপনাকে হয় ১৮০ রান করতে হবে, আর না হয় আপনি ১০০ রানে অলআউট হয়ে যান। আমি এটার পক্ষে। আপনি যদি জিততে চান, আপনাকে বড় রান করেই জিততে হবে।’
এশিয়া কাপের পর বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই আসরের মধ্যে খেলবে নিউ জিল্যান্ডে পাকিস্তানের অংশগ্রহণে তিন জাতির টি-টোয়েন্টি আসর। সুজনের ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনি বলেন, ‘আপনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন বিশ্বকাপ খেলবেন, তখন ১২০-১৩০ রান করে ম্যাচ জিততে পারবেন না। ১৮০ রানের জন্যই খেলতে হবে। আর না হয় আপনি যদি ১১০ রানে অলআউট হয়ে যান তাহলে আমি কিছুই মনে করব না। কিন্তু আমি চাই, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।’
এশিয়া কাপের দলে রাখা হয়নি শরিফুল ইসলামকে। তাকে না রাখা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। দল ঘোষণার তিন প্রধান নির্বাচক জানিয়েছিলেন, কিছুটা ইনজুরি আর বিশ্রামের কারণে শরিফুলকে রাখা হয়নি। কিন্তু আজ খালেদ মাহমুদ জানালেন অফ ফর্মের কারণে। আবার অভিযোগ আছে ভালো বোলিং করতে না পারলে শরিফুল ইনজুরির ভান করে থাকেন।
খালেদ মাহমুদ ব্যাখ্যা করে বলেন, ‘ইনজুরির ভান করে খেলেনি শরিফুল, এমন কথা সত্য নয়। আমার জানা মতে, এমন কিছু ঘটেনি জিম্বাবুয়েতে। আর ইনজুরির ভান করে না খেলার কোনো সুযোগও নেই। দলের সঙ্গে চিকিৎসক, ফিজিও থাকেন। ফিজিও রিপোর্ট দিয়েছেন, আমাদের জানিয়েছেন শরিফুলের ব্যথা ছিল। আমার মনে হয় না ইনজুরির ভান করার কিছু আছে। এককথায় অফফর্মের কারণেই তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। এখানে অন্য কোনো ব্যাপার নেই।’
এমপি/এসজি/