অনুশীলনে সাকিব একা
তুমুল বিতর্ক। বিশ্বব্যাপী জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তির পর দেশে সর্বত্র সমালোচনার ঝড় বহে যায়। দেশের আইন এবং ইসলামের দৃষ্টিতে জুয়া নিষিদ্ধ। এই প্রথম সাকিবের ভক্ত, সমর্থক, এমনকি অন্ধের মতো যারা সাকিবকে পছন্দ করেন, যাদের কাছে সাকিবের অন্যায়কে কখনো অন্যায় মনে হয় না, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন সরব, এবার তারাই ছিলেন নীরব। মোট কথা সাকিবের এ জাতীয় কাণ্ড এবার কেউ মেনে নিতে পারেননি। তাহলে কি সাকিব একা হয়ে গেলেন? তার কাছ থেকে সবাই দূরে চলে গেছেন?
মিরপুরে আজ রবিবার যে সাকিব একা একা অনুশীলন করলেন! কিন্তু তাই বা হয় কী করে? কারণ বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য সাকিব পরে বিসিবির কাছ থেকে উপহার হিসেবে পান টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব!
আসলে সাকিব একা হয়ে যাননি। তিনি অনুশীলনে একা এসেছিলেন। এই আসার কারণ ছিল দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে থাকা। উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই তিনি আছেন ছুটিতে। এরপর জিম্বাবুয়ে সফরেও তিনি ছুটিতে ছিলেন। ৭ জুলাই খেলেছিলেন সর্বশেষ ম্যাচ। দিনের হিসাবে ৩০ দিন পর তিনি মাঠে নামেন।
এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই জিম্বাবুয়ে থেকে ফিরে এসে আছেন ছুটিতে। কেউ আছেন উইন্ডিজে ‘এ’ দলের সঙ্গে। আর এ কারণেই সাকিব ঘাম ঝরাতে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ছিলেন একা। এশিয়া কাপের অনুশীলন শুরু হবে খুব সম্ভবত শুক্রবারের পর। কারণ বিদেশি কোচিং স্টাফদের কেউই জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে আসেননি। শুক্রবারের আগে তাদের আসার সম্ভাবনা কম বলে জানা গেছে।
রবিবার সাকিব মিরপুরে আসেন সকাল ১০টার দিকে। আসার পর টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হককে পেয়ে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর নেমে পড়েন অনুশীলনে। তার অনুশীলন ছিল জিম আর রানিং। মাঠের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত দৌড়ানোর পর সাকিবকে বেশ ক্লান্তই মনে হয়েছে। দৌড় শেষ করে তিনি যেন কিছুটা হাঁপিয়ে উঠেন। নেন বিশ্রাম। এরপর আবার শুরু করেন দৌড়। এভাবে পার করেন বেশ কিছু সময়। সব মিলিয়ে ৩০ দিন পর মাঠে ফিরে তিনি জিম ও রানিং করেন প্রায় দুই ঘণ্টার মতো।
এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।
এমপি/এসজি/