এশিয়া কাপের দলে নতুন মুখ এবাদত, ফিরলেন সাব্বির
দীর্ঘ ঝুট-ঝামেলা শেষে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের জন্য অবশেষে বাংলাদেশ দল ঘোষণা করতে পেরেছে বিসিবি। দলে নেই কোনো চমক। পূর্বাভাস যে রকমটি ছিল, সে রকমই হয়েছে। পূর্বাভাস অনুযায়ী প্রত্যাশিতভাবেই তারা দলে এসেছেন। শুধু সৌম্য সরকারই আসতে পারেননি। জুয়া সংক্রান্ত চুক্তি কাণ্ডে বিতর্কে জড়ানো সাকিবের উপরই অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে বিসিবি। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুইটি আসর ছাড়াও তিনি নিউ জিল্যান্ডে তিন জাতির আসরেও দলকে নেতৃত্ব দেবেন।
এশিয়া কাপের দলে চমক সাকিবের এই নেতৃত্বই। বেটউইনারের মতো বিশ্বব্যাপী জুয়া প্রতিষ্ঠানের সহযোগী নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি করে চরম বিতর্ক সৃষ্টি করা সাকিবকে এই পথ থেকে ফিরিয়ে আনতে বিসিবি সভাপতিকে হুংকার দিয়ে উঠতে হয়েছিল। সেই হুংকারে সাকিব নতো হন। কিন্তু এই কারণে সাকিবকে নেতৃত্ব দেওয়া নিয়েও বিসিবি দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল। তাই অনেকেই ধারণা করেছিলেন সাকিবকে হয়তো শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া নাও হতে পারে। কিন্তু তাকেই সেই দায়িত্ব দিয়ে বিসিবি নিজেই নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। চমকও দেখিয়েছে।
নির্বাচকরা ১৭ জনের দল ঘোষণা করেছেন। এ ছাড়া আরও ৪ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। তবে তাদের নাম ঘোষণা করা হয়নি। পরে জানানো হবে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে থাকা দল থেকে বাদ পড়েছেন চারজন। ইনজুরির কারণে বাদ পড়েছেন লিটন কুমার দাস। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। তার হালকা ইনজুরিও আছে। মুনিম শাহরিয়ার ভালো করতে না পারার কারণে নেই দলে। একই কারণে দলে নেই নাজমুল হোসেন শান্তও।
দলে ফিরেছেন পাঁচজন। বিশ্রাম থেকে সাকিবের সঙ্গে আবার ফিরে এসেছেন মুশফিকুর রহিমও। দুইজনই ছিলেন ছুটিতে। সাকিব ছিলেন ব্যক্তিগত কারণে, মুশফিকুর রহিম পবিত্র হজ করার জন্য। দলে ফিরেছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। একমাত্র নতুন মুখ এবাদত হোসেন। টেস্ট ও ওয়ানডে খেললেও এবাদত টি-টোয়েন্টিতে এবারই প্রথম ডাক পেলেন।
সাকিবের অধিনায়কত্বের চমক ছাড়া সাব্বির রহমান রুম্মানের আবার ফিরে আসা ছিল ছোটো-খাটো চমক। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালের ১৯ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাকে দলে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএলে) শেষের দিকে কয়েকটি ম্যাচে ভালো করাকে বিবেচনায় এনেছেন বলে জানান। ডিপিএলে শেষ পাঁচটি ম্যাচে সাব্বিরের ইনিংসগুলো ১২৫, ২৬, ৩৮, ৯০, ৩৬। বর্তমানে তিনি ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফরে আছেন। সেখানে তিনি খেলবেন ওয়ানডে সিরিজ।
অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন ইনজুরিমুক্ত হয়ে। এখন পর্যন্ত ২৯টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর তার চিকিৎসা করানো হয় লন্ডনে। এশিয়া কাপে এবারই তিনি প্রথম ডাক পেলেন।
দলে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন তাহলে খেলবেন। তার ২১ তারিখ একটি আপডেট আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
এমপি/এসজি/