সাইফের সেঞ্চুরিতে ‘এ’ দলের শক্ত অবস্থান
সাইফ হাসানের সেঞ্চুরিতে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ ‘এ’ দল। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় দিন শেষে তারা নয় উইকেটে পাক্কা ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে। ব্যাট করতে নেমে স্বাগতিকরা মৃতুঞ্জয় চৌধুরীর তোপে পড়ে দিন শেষে সংগ্রহ করেছে দুই উইকেটে ৪৩। এখনো তারা পিছিয়ে আছে ২৫৭ রানে। এই খেলার গন্তব্য ড্র।
প্রথম চার দিনের ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচেও বৃষ্টির চরম উৎপাত। তিন দিন খেলা হয়েছে। প্রতিদিনই বৃষ্টি বাগড়া দিয়েছে। তৃতীয় দিন শেষ বিকেলে গিয়ে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষ হয়েছে ইনিংস ঘোষণা করাতে। ফলে স্বাগতিকরা ব্যাট করতে নামার সুযোগ পায়। প্রথম দিন বাংলাদেশ ‘এ’ দল এক উইকেটে ৬৯ রান করার পর দ্বিতীয় দিন তারা শেষ করে পাঁচ উইকেটে ১৫৭ রানে।
এক প্রান্তে উইকেট পড়েছে, অপরপ্রান্ত সাইফ পতন রোধ করে গেছেন। যে কারণে দলেরও পতন রোধ হয়েছে, তিনিও সেঞ্চুরির দেখা পেয়েছেন। স্বাগতিক দলে অ্যান্ডারসন ফিলিপ (৭২/৩), কলিন আর্চিবাল্ড (৩/৪৮) ও ইয়ানিক কারিয়া (২/৫৩) মিলে বাংলাদেশের উইকেট নেওয়া শুরু করলেও সাইফ হাসান ছাড়া উইকেটে ব্যাটসম্যানরা আসা যাওয়া শুরু করেন। একমাত্র জাকের আলীই তাকে উত্তম সময় দেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ১০১ রান যোগ করেন। জুটি ভাঙে জাকের আলী ৩৩ রান করে আউট হলে। সাইফের সেঞ্চুরির পর জাকের আলীর এই রানই ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ। এই দুইজনকেই আউট করেন ইয়ানিক কারিয়া। দলীয় ৩০০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে সাইফ হাসান আউট হলে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ঘোষণা করেন। সাইফ হাসান ৪৯৪ মিনিট উইকেটে থেকে ৩৪৮ বল খেলে চার ছক্ক ও ১৩ চারে তিনি ১৪৬ রান করেন।
স্বাগতিকরা ব্যাট করতে নেমে ভালোই সূচনার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দলীয় ৩০ রানে মৃতুঞ্জয় উপর্যপুরি আঘাত হানলে তাদের স্বাচ্ছন্দ্যে চলায় ছন্দপতন ঘটে। প্রথমে জেরেমি স্লোজানোকে ১০ রানে বোল্ড করেন মৃত্যুঞ্জয়। পরে ক্যাসি কার্টিকে উইকেটের পেছনে জাকের আলীর ক্যাচে পরিণত করেন ০ রানে। উইকেটে আছেন উইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান শিনারায়ন চন্দ্রপলের ছেলে টেগেহ নারায়ন চন্দ্রপল ২২ রান করে। তার সঙ্গে আছেন অধিনায়ক জসুয়া ডি সিলভা ১২ রানে।
এমপি/এসএন