প্রথম ম্যাচ হারের পর অনেক বেশি অবাক হয়েছি: বিজয়
ছবি: সংগৃহীত
পরিসংখ্যান, শক্তি সামর্থ্যে জিম্বাবুয়ের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে এবার তাদের হারাতে পারেনি টাইগাররা। টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজই নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে তামিম ইকবালের দল। কিন্তু প্রথম ম্যাচে ৩০৩ রানের পুঁজি গড়েও স্বাগতিকদের হারাতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে এমন হারে অনেক বেশিই অবাক হয়েছিলেন দলের উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।
শুক্রবার (১২ আগস্ট) বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিজয় বলেন, সবাই জানে টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি না। তবে আমরা দলগতভাবে জানি যে, টি-টোয়েন্টিতে ভালো করার সুযোগ আছে। চেষ্টা করলেই ভালো করা সম্ভব। বোলিং, ব্যাটিং বিভাগ বলেন, সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে ভালো পারফর্ম করার। অবশ্যই আমাদের একটু সময় লাগছে। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেক খেলোয়াড় বিশ্বাস করি, আমরা একটা ভালো কামব্যাক করতে পারব।
তিনি বলেন, অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পরে অনেক বেশি অবাক হয়েছি। আমাদের যে প্রত্যাশা ছিল জিম্বাবুয়ের মাটিতে সে অনুযায়ী পারফর্ম করতে পারিনি। অবশ্যই এটা আমাদের জন্য খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম তারা একইভাবে এগোচ্ছে তখন একটু নার্ভাস ছিলাম। আমার মনে হয়, এটা একটা সিরিজ যেখানে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।
২০১৯ সালের পর ওয়ানডে খেলেছেন বিজয়। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খেলেন ৭৬ রানের ইনিংস। দলের জয়ে রাখেন অবদান।
দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পরে ওয়ানডে দলে ফিরলাম। এজন্য অবশ্যই ভালো লাগছে। খুব এক্সাইটেড ছিলাম। অনেক পরিশ্রম করেছি। তিন বছর পর যখন ওয়ানডে দলে জায়গা পেয়েছি। চেষ্টা করেছি সেই সুযোগ কাজে লাগানোর। অবশ্যই দলের জয়ের পেছনে অবদান রাখতে পারলে অনেক বেশি ভালো লাগত।
তিনি আরও বলেন, জিম্বাবুয়ের মাঠে তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ ছিল না। এটা সত্যি যে তারা ভালো ক্রিকেট খেলেছে। আমাদের অবশ্যই কিছু ঘাটতি ছিল। আর তারা ভালো ক্রিকেট খেলেছে। দুটা মিলেই আমরা হেরে গেছি।
এমপি/এসজি/