বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবিকে সাকিবের চিঠি
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের হুংকারের ঘণ্টা খানিক সময় না যেতেই সাকিব আল হাসান বিশ্বব্যাপী অনলাইনে জুয়া খেলার প্রতিষ্ঠান বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথমে সাকিব তা বিসিবি সভাপতিকে মৌখিকভাবে জানিয়েছিলেন। কিন্তু বিসিবি সভাপতি তাতে সম্মত হয়নি। তার কাছ থেকে লিখিত চান। সেটিও দিতে এবার কার্পণ্য করেননি সাকিব। সঙ্গে সঙ্গেই সাকিব লিখিত দিয়ে জানিয়ে দেন বেট উইনার নিউজের সঙ্গে তিনি চুক্তি বাতিল করেছেন। একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি নিজে সাকিবের চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাকিব এই চুক্তি বাতিল করার জন্য বিসিবির পক্ষ থেকে গত এক সপ্তাহ ধরে যোগাযোগ করে আসছিল। সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। এখনো তিনি যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুঠোফোনে যোগাযোগ করেও সাকিবকে বুঝাতে ব্যর্থ হন।
জানা গেছে, সাকিব বারবার বুঝানোর চেষ্টা করেছেন তিনি বেট উইনারের সঙ্গে চুক্তি করেননি, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করেছেন। কিন্তু বিসিবি আবার তার যুক্তি মানতে রাজি ছিল না। এর মধ্যে বিসিবি সভাপতি চলে যান দেশের বাইরে। তিনি গতকাল ফিরে এসে এ বিষয়ে তেমন কোনো আপডেট না পাওয়ায় আজ নিজ দাপ্তরিক অফিসে বিসিবির কয়েকজন সিনিয়র পরিচালকসহ আরও কয়েকজনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেখান থেকে বেরিয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের সামনে কড়া ভাষায় সাকিবকে চুক্তি বাতিল করতে বলেন। নয়তো সাকিবের সঙ্গে তার সঙ্গে কোনো সর্ম্পক না থাকার কথাও জানান।
তিনি বলেছিলেন, ‘সাকিবের যে বিষয়টি, এখানে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল, এখনো তাই। যখন বিসিবিতে আমি প্রথম আসি, তখনই বলেছি এসব বেটিং, গ্যাম্বলিং নিয়ে একদম জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা করুক বা না করুক। এটা থাকার কোনো সুযোগ নেই। তখন আশরাফুলের মতো ক্রিকেটারকেও আমাদের বাদ দিতে হয়েছে। কাজেই এখানে থাকার কোনো সুযোগ নেই। এখন পুরোটাই তার সিদ্ধান্ত।’ সঙ্গে ছিল আরও হুঁশিয়ারি। আর এতেই কাজ হয়।
এমপি/এসজি/