সাকিবের কারণে এশিয়া কাপের দল দিতে বিলম্ব
নিজেকে বিতর্কের মাঝে না রাখলে সাকিব আল হাসানের যেন ভালো লাগে না। তার কারণেই অনেক ছোটো-খাটো ঘটনায় বৃহৎ আকার ধারণ করে। অথচ সাকিব চাইলেই এসব ঘটনা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু টাকার পেছনে তিনি হন্য হয়ে ছুটছেন। টাকার গন্ধ পেলে তিনি হুঁশ হারিয়ে ফেলেন। জাতীয় দলে খেলাও তার কাছে নগণ্য হয়ে উঠে। টাকা আয়ের জন্য তিনি ভালো-মন্দ বিচারও করেন না। তার কারণে অতীতে জাতীয় দল বহুবার বিব্রত হয়েছে। না খেলাতে দলের শক্তি হ্রাস পেয়েছে। এবার বেটিং প্রতিষ্ঠান বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির কারণে উত্তাল ক্রিকেট পাড়া। আর এর প্রভাব পড়েছে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের দল ঘোষণাতেও।
সাকিবকে নিয়ে দল ঘোষণা করা হবে কি না সে ব্যাপারে বিসিবি এখনো সিদ্ধান্তে আসতে পারছে না। কারণ সাকিব এখনো চুক্তি বাতিল করেননি। যে কারণে জানা গেছে, নির্বাচকরা দুটি দল গঠন করে রেখেছেন। একটি সাকিবসহ, আরেকটি সাকিব ছাড়া।
এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (১১ আগস্ট) তার দাপ্তরিক অফিসে সাকিবের চুক্তি ইস্যুতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘দলটা আমরা খুব সম্ভব আগামীকাল দিয়ে দিব বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। দৃশ্যটা কেমন হতে পারে সেসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে যে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে। দলটা গুছানোই ছিল মূল ইস্যু।’
বেট উইনারের সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলায় শেষ পর্যন্ত সাকিবও যদি দলে না থাকেন সেক্ষেত্রে অধিনায়ক কে হবেন। এশিয়া কাপে সাকিবকে অধিনায়ক করে বিসিবি দল ঘোষণার বিষয়টি অনেকটা চূড়ান্ত বলেই জানা গেছে। কিন্তু সবকিছু আটকে আছে সাকিব ইস্যুতে।
বিসিবি সভাপতি বলেন, ‘কোনো চাপ নেই। আমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছে। রিয়াদ, সাকিব, আমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছে। দুর্ভাগ্যজনকভাবে তারা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিত না। আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। আমাদের কপাল খারাপ আমাদের ভালো খেলোয়াড়রা যদি খেলতে না পারে। শুধু তো এজন্য না, ইনজুরির কারণেও তো অনেকে খেলতে পারছে না। লিটন দাসকে আমরা মিস করব না? এখন সবচেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়। সোহানকে মিস করব না? রাব্বি নাই। টি-টোয়েন্টি স্কোয়াডের পুরো জিনিসটাই বদলে গেছে। এটা খেলারই অংশ, আমাদের এটা মেনে নিতে হবে।’
বিসিবি সভাপতি জানান, আগে দলে আসন নিশ্চিত থাকতে হবে, পরে অধিনায়কের প্রশ্ন এবং এই অধিনায়কত্বটা তারা দীর্ঘমেয়াদে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। তিনি বলেন, ‘আমরা এখন দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছি। সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কী হয়। মনে করলাম একটা ছেলেকে দিব। সে যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না...তাহলে তাকে দিয়ে লাভ হল কী অধিনায়কত্বটা? তার তো কোনো মানে হলো না। আমরা এখন টিমটা ঠিক করব। সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে।
এমপি/এসজি/