শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

রাজার রাজত্বে শূন্যও ছিল!

আশায় গুড়ে বালি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল প্রত্যাশিত। অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান তাই বলে। টি-টোয়েন্টিতে দুই দলের জয়-পরাজয়ের মাঝে ব্যবধান কম থাকলেও শেষ ১০ ম্যাচের আটটিতেই জয় ছিল বাংলাদেশের। আর ওয়ানডেতে ২০১৩ সালের পর বাংলাদেশ কোনো ম্যাচই হারেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রমেই সামনের দিকে এগিয়েছে, জিম্বাবুয়ে হেঁটেছে পেছনে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তারা এখনো পায়নি। প্রাথমিক রাউন্ডে যেতে পেরেছে বাছাইপর্ব খেলে। এ ফরম্যাটে বাংলাদেশও খুব একটা ভালো দল নয়। তারপরও এবারের বিশ্বকাপে তারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই বিশ্বকাপক সামনে রেখে জিম্বাবুয়ের মতো দুর্বল দলকে পেয়ে বাংলাদেশ তরুণদের দিয়ে একটু বাজিয়ে নিতে চেয়েছিল। যদি তরুণরা ঘণ্টা বাজাতে পারেন, তাহলে তাদের দিয়েই চলবে আগামীর টি-টোয়েন্টি দল। কিন্তু ওয়ানডেতে যায়নি কোনো পরীক্ষা-নিরীক্ষায়। টি-টোয়েন্টিতে তরুণদের দিয়ে পরীক্ষার মিশনে যেমন ফেইল মেরেছে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক, তেমনি ওয়ানডে ক্রিকেটের দর্পচূর্ণও হয়েছে। টি-টোয়েন্টির পর ওয়ানডে-দুইটি সিরিজেই বাংলাদেশ হেরেছে একই ব্যবধানে ২-১ এ। এই হারের আবার রকম ফের আছে। টি-টোয়েন্টিতে সিরিজ হেরেছিল শেষ ম্যাচে গিয়ে, ওয়ানডেতে প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করে। শেষ ম্যচে জয় ছিল নিছক সান্ত্বনার।

বাংলাদেশের সব কিছু এ রকম এলোমেলো করে দিয়েছেন এক সিকান্দার রাজাই। বাংলাদেশ কী জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে, না সিকান্দার রাজার কাছে? এ প্রশ্নের জবাব আসবে সিকান্দার রাজার পক্ষেই বেশি। বলা যায় রাজার রাজত্বেই অসহায় ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে দুইটি হাফ সেঞ্চুরি ইনিংস। ওয়ানডেতে গিয়ে তা রূপ নিয়েছে তিন অংকের ঘরে। এই চারটির তিনটিতেই তিনি ছিলেন অপরাজিত। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে অপরাজিত ৬৫ রান করেছিলেন মাত্র ২৬ বলে চার ছক্কা ও সাত বাউন্ডারিতে। হয়েছিলেন ম্যাচ সেরা। পরের ম্যাচে তিনি ৬২ রান করেছিলেন ৫৩ বলে দুই ছক্কা আর আর চার বাউন্ডারিতে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জয়ী হলেও পরের ম্যাচে হেরেছিল।

ওয়ানডেতে সিকান্দার রাজা ছিলেন আরও বেশি অপ্রতিরোধ্য। তার এই অপ্রতিরোধ্য দৃঢ মনোভাবের কাছেই দর্পচূর্ণ হয়েছে বাংলাদেশের ওয়ানডের সাফল্য। দুইটি ম্যাচেই রাজা দলের ক্রান্তিকালে হাল ধরে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান। প্রথম ম্যাচে ১০৯ বলে ছয় ছক্কা ও আট চারে ১৩৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচে তিনি ১২৭ বলে চার ছক্কা ও আট চারে ১১৭ রানে ছিলেন অপরাজিত। প্রথম ম্যাচে দলের ক্রান্তিকাল পাড়ি দিতে পেয়েছিলেন ইনোসেন্ট কাইয়াকে (১১০), পরের ম্যাচে অধিনায়ক রেজিস চাকাভাকে (১০২)। দুইটি ম্যাচেই সিকান্দার রাজা ছিলেন ম্যাচের ‘রাজা’।

শুধুই কী ব্যাট হাতেই রাজা তার রাজত্বে বাংলাদেশকে অসহায় বানিয়েছিলেন। না তা নয়; বল হাতেও তিনি ছিলেন বাংলাদেশের জন্য আতঙ্ক। টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই বোলিং করে উইকেট নিয়েছেন দুইটি। ওয়ানডেতে সেই সংখ্যা ছিল পাঁচটি।

তাহলে রাজা কী বাংলাদেশের বিপক্ষে শুধু রাজত্বই করে গেছেন। ব্যর্থতা ছিল না। ছিল; রাজার রাজত্বে ব্যর্থতাও ছিল। সেই ব্যর্থতা ছিল শূন্য। দুই সিরিজেই তিনি দুইটি শূন্য মেরেছেন। দুইটিই ছিল একই ঘরানার। প্রথম বলেই আউট। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ ফিফটি করার পর তৃতীয় ম্যাচে গিয়ে গোল্লা মারেন। শেখ মেহেদি হাসানের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন। তার ব্যর্থতা সত্ত্বেও ম্যাচটিতে অবশ্য জিম্বাবুয়ে জিতেছিল ১০ রানে। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর পর তিনি তৃতীয় ম্যাচে একইভাবে প্রথম বলেই আউট হয়ে যান অভিষিক্ত পেসার এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে। এবাদতের বলে তার দুইটি স্ট্যাম্পই উপড়ে যায়। এই ম্যাচ অবশ্য জিম্বাবুয়ে জিততে পারেনি। ১০৫ রানে হেরে যায়। এভাবেই রাজার রাজত্বে শূন্য ছিল!

এমপি/এসএন

Header Ad
Header Ad

নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের

নিহতদের বিচারের দাবি স্বজনদের। ছবি: সংগৃহীত

আগামী সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উঠে আসে।

সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনরা বলেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না।

তারা বলেন, এই দুই হাজার হত্যাকাণ্ডের বিপরীতে একজন হত্যাকারী পুলিশ কিংবা হেলমেট বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হলেও দুই হাজার জন গ্রেপ্তার হতো। কিন্তু নগণ্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ বলেন, এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।

নিহত সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। কিন্তু বিভিন্ন দল নির্বাচন নিয়ে রাজনীতি করছে। অথচ আমাদের সন্তান হত্যার বিচারের কথা কেউ বলছে না।

নিহত সাজ্জাত হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, পুলিশ আমার ছেলেকে আশুলিয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাত মাস হয়ে গেল আমি আমার ছেলের হত্যার বিচার পেলাম না। কান্না করতে করতে এখন চোখের জল শুকিয়ে গেছে। তবুও ছেলে হত্যার বিচার পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন মো. মহিউদ্দিন, শহিদুল ইসলাম ভুইয়া এবং মো. মীর মোস্তাফিজুর রহমান। নির্বাহী পরিষদ কমিটিতে চেয়ারম্যান হয়েছেন মো. গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান এবং সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ভুইয়া। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে আব্দুল্লাহ আল মারুফ ও জান্নাতুল ফেরদৌস সাফা। সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামাল হাওলাদার ও সহ সাধারণ সম্পাদক সাবিনা আক্তার রিমা।

এছাড়া কোষাধক্ষ্য হয়েছেন জারতাজ পারভীন ও সহকোষাধক্ষ্য আবু হোসেন, জনসংযোগ সম্পাদক শিল্পী আক্তার, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক আব্দুল মান্নান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন রাহাত আহম্মেদ খান, ক্রিয়া সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার খান পলাশ এবং সহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আফরুজ সেবন্ধী।

নির্বাহী সদস্য হয়েছেন সামছি আরা জামান, মো. সাইদুল ইসলাম, মো. অব্দুল বাসার অনিক, স্বর্ণা আক্তার, রাজু আহমেদ, শাহিনা বেগম, ফারহানা ইসলাম পপি, খালেদ সাইফুল্লাহ, রাজু আহমেদ, মো. সুমন মিয়া, আহমেদ লামিয়া, পাপিয়া আক্তার শমী এবং এম. এ. মতিন।

Header Ad
Header Ad

চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামান। ছবি: সংগৃহীত

চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় গিয়ে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসার মো. আতিকুজ্জামানকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিট পর তারা থানা ত্যাগ করেন।

এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নম্বর সহ কোন তথ্যই রাখেননি তিনি। যার কারণে মামলা গ্রহণ করতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভুক্তভোগী বাস যাত্রীর মামলা নিতে হয়েছে।

এদিকে, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতেই এএসআই আতিকুজ্জামানকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এএসআই আতিকুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান জানান, শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া
ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
‘আমাদের অনেক বয়স হয়েছে, নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন’
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩
আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি
নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’
মিঠাপুকুরে তোপের মুখে পালিয়ে গেলেন সাব রেজিস্ট্রার
আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই : পপি  
ঝিনাইদহে ৩ জনকে হত্যা, দায় স্বীকার করলো চরমপন্থী সংগঠন