মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজার রাজত্বে শূন্যও ছিল!

আশায় গুড়ে বালি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল প্রত্যাশিত। অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান তাই বলে। টি-টোয়েন্টিতে দুই দলের জয়-পরাজয়ের মাঝে ব্যবধান কম থাকলেও শেষ ১০ ম্যাচের আটটিতেই জয় ছিল বাংলাদেশের। আর ওয়ানডেতে ২০১৩ সালের পর বাংলাদেশ কোনো ম্যাচই হারেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রমেই সামনের দিকে এগিয়েছে, জিম্বাবুয়ে হেঁটেছে পেছনে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তারা এখনো পায়নি। প্রাথমিক রাউন্ডে যেতে পেরেছে বাছাইপর্ব খেলে। এ ফরম্যাটে বাংলাদেশও খুব একটা ভালো দল নয়। তারপরও এবারের বিশ্বকাপে তারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই বিশ্বকাপক সামনে রেখে জিম্বাবুয়ের মতো দুর্বল দলকে পেয়ে বাংলাদেশ তরুণদের দিয়ে একটু বাজিয়ে নিতে চেয়েছিল। যদি তরুণরা ঘণ্টা বাজাতে পারেন, তাহলে তাদের দিয়েই চলবে আগামীর টি-টোয়েন্টি দল। কিন্তু ওয়ানডেতে যায়নি কোনো পরীক্ষা-নিরীক্ষায়। টি-টোয়েন্টিতে তরুণদের দিয়ে পরীক্ষার মিশনে যেমন ফেইল মেরেছে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক, তেমনি ওয়ানডে ক্রিকেটের দর্পচূর্ণও হয়েছে। টি-টোয়েন্টির পর ওয়ানডে-দুইটি সিরিজেই বাংলাদেশ হেরেছে একই ব্যবধানে ২-১ এ। এই হারের আবার রকম ফের আছে। টি-টোয়েন্টিতে সিরিজ হেরেছিল শেষ ম্যাচে গিয়ে, ওয়ানডেতে প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করে। শেষ ম্যচে জয় ছিল নিছক সান্ত্বনার।

বাংলাদেশের সব কিছু এ রকম এলোমেলো করে দিয়েছেন এক সিকান্দার রাজাই। বাংলাদেশ কী জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে, না সিকান্দার রাজার কাছে? এ প্রশ্নের জবাব আসবে সিকান্দার রাজার পক্ষেই বেশি। বলা যায় রাজার রাজত্বেই অসহায় ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে দুইটি হাফ সেঞ্চুরি ইনিংস। ওয়ানডেতে গিয়ে তা রূপ নিয়েছে তিন অংকের ঘরে। এই চারটির তিনটিতেই তিনি ছিলেন অপরাজিত। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে অপরাজিত ৬৫ রান করেছিলেন মাত্র ২৬ বলে চার ছক্কা ও সাত বাউন্ডারিতে। হয়েছিলেন ম্যাচ সেরা। পরের ম্যাচে তিনি ৬২ রান করেছিলেন ৫৩ বলে দুই ছক্কা আর আর চার বাউন্ডারিতে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জয়ী হলেও পরের ম্যাচে হেরেছিল।

ওয়ানডেতে সিকান্দার রাজা ছিলেন আরও বেশি অপ্রতিরোধ্য। তার এই অপ্রতিরোধ্য দৃঢ মনোভাবের কাছেই দর্পচূর্ণ হয়েছে বাংলাদেশের ওয়ানডের সাফল্য। দুইটি ম্যাচেই রাজা দলের ক্রান্তিকালে হাল ধরে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান। প্রথম ম্যাচে ১০৯ বলে ছয় ছক্কা ও আট চারে ১৩৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ম্যাচে তিনি ১২৭ বলে চার ছক্কা ও আট চারে ১১৭ রানে ছিলেন অপরাজিত। প্রথম ম্যাচে দলের ক্রান্তিকাল পাড়ি দিতে পেয়েছিলেন ইনোসেন্ট কাইয়াকে (১১০), পরের ম্যাচে অধিনায়ক রেজিস চাকাভাকে (১০২)। দুইটি ম্যাচেই সিকান্দার রাজা ছিলেন ম্যাচের ‘রাজা’।

শুধুই কী ব্যাট হাতেই রাজা তার রাজত্বে বাংলাদেশকে অসহায় বানিয়েছিলেন। না তা নয়; বল হাতেও তিনি ছিলেন বাংলাদেশের জন্য আতঙ্ক। টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই বোলিং করে উইকেট নিয়েছেন দুইটি। ওয়ানডেতে সেই সংখ্যা ছিল পাঁচটি।

তাহলে রাজা কী বাংলাদেশের বিপক্ষে শুধু রাজত্বই করে গেছেন। ব্যর্থতা ছিল না। ছিল; রাজার রাজত্বে ব্যর্থতাও ছিল। সেই ব্যর্থতা ছিল শূন্য। দুই সিরিজেই তিনি দুইটি শূন্য মেরেছেন। দুইটিই ছিল একই ঘরানার। প্রথম বলেই আউট। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ ফিফটি করার পর তৃতীয় ম্যাচে গিয়ে গোল্লা মারেন। শেখ মেহেদি হাসানের বলে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন। তার ব্যর্থতা সত্ত্বেও ম্যাচটিতে অবশ্য জিম্বাবুয়ে জিতেছিল ১০ রানে। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর পর তিনি তৃতীয় ম্যাচে একইভাবে প্রথম বলেই আউট হয়ে যান অভিষিক্ত পেসার এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে। এবাদতের বলে তার দুইটি স্ট্যাম্পই উপড়ে যায়। এই ম্যাচ অবশ্য জিম্বাবুয়ে জিততে পারেনি। ১০৫ রানে হেরে যায়। এভাবেই রাজার রাজত্বে শূন্য ছিল!

এমপি/এসএন

Header Ad
Header Ad

‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক

‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের প্রথমে আনসার সদস্যরা আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তার বাসা কেরানীগঞ্জে। গত এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান। এরপর গত এক বছর ধরে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সাথে দেখাসাক্ষাৎ করত এবং হাসপাতালেও আসত। সে আমাদের দুসম্পর্কের আত্মীয়। সে নিজে আমাদের কাছেও ডা. পরিচয় দেয়। আজকে জানলাম সে ডাক্তার না।

তিনি আরও বলেন, আজ সকালে ফলোআপ চিকিৎসার জন্য বার্ন ইউনিটে আসি। সাথে ডালিয়াও ছিল। তার চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথপোকথনের সময় ভুলভাল ইংরেজি বলছিল ডালিয়া। তখন কর্তব্যরত ওই চিকিৎসকই তাকে ভুয়া চিকিৎসক বলে শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, এপ্রোন পড়া ও গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। সে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আটক হওয়ার পর কোন কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোন ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসক আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি। শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করবে।

এর আগে, গত বছরের ১৭ নভেম্বর হাসপাতালটি থেকে আটক হয় পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসক। আর ২০২৩ সালের ডিসেম্বরে আটক হয় আরেক প্রতারক ও ভুয়া চিকিৎসক টিকটকার মুনিয়া খান রোজা।

Header Ad
Header Ad

মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের সেলফি

ছবি: সংগৃহীত

কলকাতার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে সম্প্রতি বেশ কিছু গুঞ্জন সৃষ্টি হয়েছে। চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন সৃজিত ও মিথিলা। বিয়ের পর একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন মিথিলা।

তবে বর্তমানে তাঁদের সম্পর্ক অনেকটাই শীতল। মিথিলা কলকাতায় কম আসেন এবং সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না—এমনটাই শোনা যাচ্ছে। ফলে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়, অনেকেই তাদের বিচ্ছেদের কথা বলছেন। যদিও তারা এসব গুঞ্জনকে খারিজ করেছেন, কিন্তু সৃজিতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে যেন নতুন করে সেই সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।

সেই পোস্টে সৃজিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ঋতাভরী সৃজিতের বুকে মাথা রেখে রয়েছেন এবং সৃজিত তার সঙ্গে সেলফি তুলছেন। এটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন সৃজিত প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এমন একটি পোস্ট করলেন।

ঋতাভরীর সঙ্গে সৃজিত। ছবি: সংগৃহীত

ঋতাভরীর সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়ে এক সময় টালিউডে বেশ গুঞ্জন উঠেছিল, যদিও তাদের সম্পর্ক নিয়ে কখনো কিছু স্পষ্ট বলা হয়নি। সৃজিতের এই পোস্টে এমন একটি ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা অনেকেই তার এবং ঋতাভরীর সম্পর্কের নতুন রূপ হিসেবে দেখছেন। এমনকি, ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিত উপস্থিত ছিলেন এবং দুজনের মাঝে খোলামেলা স্নেহের সম্পর্ক দেখা গেছে।

পোস্টের ক্যাপশনে সৃজিত লেখেন, "জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?" এই সাহিত্যিক ভাষায় লেখা ক্যাপশনটি যেন সম্পর্কের হিসাব-নিকাশের ইঙ্গিত দেয়, যা একসঙ্গে অনেক প্রশ্নও তৈরি করেছে। সৃজিত এবং ঋতাভরীর এই ছবি ও ক্যাপশন নিয়ে তার ভক্তরা নানা অনুমান করতে শুরু করেছেন, যদিও সৃজিত নিজে এই ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি।

সৃজিত ও মিথিলা। ছবি: সংগৃহীত

এদিকে, সৃজিত ও মিথিলার সম্পর্কের বিষয়ে নানা ধরনের মন্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাদের মধ্যে কোনো শর্তসাপেক্ষ বিচ্ছেদ হয়নি, তবে তাদের অনুরাগীরা এখনও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সৃজিতের এই পোস্টের মাধ্যমে কি আবার নতুন কোনও সম্পর্কের সূচনা হতে যাচ্ছে, নাকি পুরনো সম্পর্কের কোনও বিশেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করা হচ্ছে—তা নিয়ে চলতে থাকা আলোচনা এবং অনুমানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

যদিও এখনো স্পষ্ট নয় সৃজিত ও ঋতাভরীর সম্পর্কের পরিস্থিতি, তবে সৃজিতের ইনস্টাগ্রাম পোস্টটি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে এবং তার ভক্তদের মধ্যে নতুন জল্পনা তৈরি করেছে।

Header Ad
Header Ad

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি: অন্তত ১০০ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে কয়েক মাস ধরে আটকে থাকা শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, এই ভুক্তভোগীরা অনাহারে ও ডিহাইড্রেশনের কারণে মারা গেছেন। খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী দল এ তথ্য নিশ্চিত করেছে।

মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) গোষ্ঠীর মতে, এখনো খনিতে পাঁচ শতাধিক শ্রমিক আটকা রয়েছেন। দেশটির পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

দুই মাস আগে পুলিশ ও খনি শ্রমিকদের মধ্যে সংঘাতের জেরে খনিটি সিল করে দেওয়া হয়। শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হলেও, তারা গ্রেপ্তারের ভয়ে খনি ছেড়ে বের হতে চায়নি। এরপর থেকেই তারা মাটির নিচে আটকে রয়েছেন।

উদ্ধার হওয়া কিছু শ্রমিকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মৃতদেহগুলো ব্যাগে মোড়ানো অবস্থায় রয়েছে। অন্য একটি ভিডিওতে জীবিত শ্রমিকদের শারীরিকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে। তারা ক্ষুধা ও পানি সংকটে ভুগছেন।

জেনারেল ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স অফ সাউথ আফ্রিকা (গিউসা) একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, শার্টবিহীন শ্রমিকরা নোংরা মেঝেতে বসে আছেন এবং সাহায্যের আবেদন করছেন। এক শ্রমিক ক্যামেরায় বলেন, “মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।”

দেশটির খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম চলছে। সোমবারের অভিযানে একটি খাঁচা ব্যবহার করে আটকা পড়া শ্রমিকদের ওপরে তোলার চেষ্টা করা হয়।

এই ঘটনায় দক্ষিণ আফ্রিকায় খনিশ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে।

উদ্ধারকাজ চলমান থাকলেও পরিস্থিতি অত্যন্ত সঙ্কটপূর্ণ এবং আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘ভুল ইংরেজি’ বলে ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক
মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের সেলফি
দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে মৃতদেহের ছড়াছড়ি: অন্তত ১০০ জনের প্রাণহানি
মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
নির্বাচন কমিশনে ইউএনডিপি’র প্রতিনিধি দল
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই
‘ঘোষণা দিতে ব্যর্থ হলে হাসিনার পতনের মত প্রোক্লেমেশন আদায় করে নেব’
টাঙ্গাইলে ১০ কোটি টাকার বালু ৪৯ লাখে বিক্রি: এসিল্যান্ডের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানির নতুন তারিখ
নওগাঁয় ডাকাতি শেষে গৃহবধূকে ‍তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
৩ বছর আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে জয়ের
মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ‘বিতর্ক’, তথ্য প্রকাশে আপত্তি
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ হারালেন প্রেমিকা
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন বিবাহিতরাও
৩০ বছরের সংসার ভাঙল কোচ গার্দিওলার
১ লাখ ৬০ হাজার বছর পর বিরল ধূমকেতু দেখতে যাচ্ছে পৃথিবী
চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: বিএনপি
বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল পাকিস্তান
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার