অস্ট্রেলিয়া-ভারতের কাছে হারলে এমন প্রশ্ন উঠত না: তামিম
ওয়ানডে ক্রিকেটে শক্তির তারতম্যে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনেক পার্থক্য। অন্তত শেষ ম্যাচে বাংলাদেশের জয় তাই প্রমাণ করেছে। কিন্তু তারপরও প্রথম দুই ম্যাচে অসাধারণ ভালো খেলেছে। এতটাই ভালো খেলেছে যে বাংলাদেশের ৩০৩ আর ২৯০ রানকেও মাটিতে নামিয়ে এনেছে বিনা বাধায়। বাংলাদেশের এমন হারে ক্রিকেট বিশ্ব অবাক। সাবেক অনেক তারকা ক্রিকেটাররা জিম্বাবুয়ের এমন নজর কাড়া নৈপুণ্যের ভুয়সী প্রশংসা করেছেন। কিন্তু তামিম ইকবাল মনে করেন বাংলাদেশের এই হার যদি জিম্বাবুয়ের কাছে না হয়ে অস্ট্রেলিয়া, ভারত কিংবা অন্য কোনো শক্তিশালী দলের কাছে হতো তাহলে এমন প্রশ্ন উঠত না। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন যেটি বলব, সেটি আপনাদের পছন্দ হতেও পারে, না-ও পারে। এ সিরিজটা যেভাবে আমরা হেরেছি, অস্ট্রেলিয়া, ভারত বা এমন শীর্ষ স্থানীয় দলের সঙ্গে হারলে এমন প্রশ্ন উঠত না। হয়তো বা দেখা গেল, কোহলি বা স্মিথ এমন ইনিংস খেলল আমরা মেনে নিতাম ওরা বড় প্লেয়ার। এমন ইনিংস খেলতেই পারে, আমাদের কিছুই করার ছিল না।’
তামিম ইকবাল এমন কথা বললেও জিম্বাবুয়েকে ছোট করে দেখেননি। তাদের ভালো খেলাটাকে তিনি প্রশংসিত করেছেন। তামিম ইকবাল বলেন, ‘জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে। এ নিয়ে কোনো সংশয় নেই। তাদের কৃতিত্ব দিতে হবে।’
পাশাপাশি তিনি জিম্বাবুয়ের এ রকম উন্নতি করায় নিজেদের আরও উন্নতির প্রয়োজনীয়তার কথাও জানান দেন। একই সঙ্গে এই হার থেকে শিক্ষা নেওয়ারও আছে বলে জানান তিনি। তামিম ইকবাল বলেন, ‘প্রথম দুই ম্যাচে, বিশেষ করে রাজা ও চাকাভা অন্যটাতে যে ছেলেটা (ইনোসেন্ট কাইয়া) যেভাবে ব্যাটিং করেছে, এটা একটা জিনিস প্রমাণ করে আসলে ওয়ানডেতেও আমাদের অনেক কিছু উন্নতি করার দরকার আছে। যেটা আমি বললাম, ভারত-অস্ট্রেলিয়া করলে সবাই কিন্তু মেনে নিত, যে ঠিক আছে, বড় দল করে ফেলছে। কিন্তু ওরা, ওদের আমি কোনোভাবেই ছোট করছি না। খাটো করছি না। ওদের ইনিংসটা আমার দিক থেকে বলব অবিশ্বাস্য। কিন্তু আমি আমাদের দলের তরফ থেকে এটা বলতে পারি যে এাট প্রমাণ করে যে আমাদের অনেক কিছু উন্নতি করার বাকি। কারণ ওরা যদি করে ফেলতে পারে আমাদের সঙ্গে এভাবে করে, তাহলে নিশ্চয় অন্য দলগুলোও করে ফেলতে পারবে। এটি আমাদের সবার জন্যই শিক্ষা।’
এমপি/এসএন