তামিমের ভাবনায় ওয়ানডে বিশ্বকাপ এবং ৩৫০ রান
ওয়ানডে ক্রিকেটে এক সময় ২৫০ রানকে অনেক নিারপদ মনে হতো। কিন্তু সময়ের পরিক্রমায় ক্রিকেটের আইন বদল হতে হতে এটিকে নানানভাবে ব্যাটসম্যানদের জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যে কারণে একদা টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সহজে মিলত না, এখন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি দেখা মিলে। তাই এখন আর আড়াশ রানতো দূরের কথা, তিনশ রানও নিরাপদ নয়। অন্তত জিম্বাবুয়ের কাছে হারের পর দলনেতা তামিম ইকবালের এমনই উপলদ্ধি হয়েছে। তিনি মনে করেন এখন তাদের সাড়ে তিনশ রান করার লক্ষ্য নির্ধারণ করতে হবে। জিম্বাবুয়ের সফরে শেষ ম্যাচ খেলার পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘অবশ্যই (ব্যাটিং উইকেটে ৩০০ রান নিারপদ নয়)। আমাদের সামনে লক্ষ্য আমরা ৩৫০ রান করে চাই। আগে কখনো করিনি। এখন আমাদের মাথায় আছে এটি। এমন নয় যে পরের ম্যাচেই আমাদের এই রান করতে হবে। তবে আমরা করতে চাই।’ কিন্তু এই সিরিজে বাংলাদেশের ক্রমাবনিত ঘটেছে। প্রথম ম্যাচে ৩০৩, দ্বিতীয় ম্যাচে ২৯০, তৃতীয় ম্যাচে ২৫৬!
তামিম ইকবাল কথাগুলো বলেছেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে নিয়ে। ভারতে অনুষ্ঠিত হবে বলে তার মাথায় বড় সংগ্রহের ভাবনা। ভারতের অধিকাংশ উইকেটই থাকে ব্যাটিংবান্ধব। এমন উইকেট তিনশ রান কখনই নিরাপদ নয়। তাইতো তামিম ইকবাল বলেন, ‘যদি আগামী বছর ভারতের বিশ্বকাপের কথা ভাবি, ওখানে ৩০০ রানই ‘পার স্কোর’ হবে। খেলা বদলাচ্ছে। মিরপুর বা ভারতের কিছু মাঠে হয়তো ২৬০-২৭০ করে জিততে পারি। তবে আমরা জানি বেশির ভাগ ভেন্যুতেই ২৯০-৩০০-৩১০ এমন স্কোর করতে হবে। সামনের দিনগুলোতে আপনারা আমাদেরও সেখানে পৌঁছাতে দেখবেন, যেখানে অন্যরা যাচ্ছে।’
এমপি/এসএন