কোনো অজুহাত দিতে চান না তামিম
জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরও তামিম ইকবাল মনে করেন এই সিরিজ তাদের জেতা উচিত ছিল। এখানে তিনি কোনো অজুহাত দিতে চান না। একইভাবে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতে হাফ সেঞ্চুরি করার পরও তিনি নিজের ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
পক্ষ কালের সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও হেরেছে একইভাবে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা ভালো নয়। তাই জিম্বাবুয়েকে দূর্বল ভেবে তরুণদের দিয়ে পরীক্ষা করতে গিয়ে বুমেরাং হয়েছে। তারপরও সিরিজ হেরেছে শেষ ম্যাচে। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ গিয়েছিল পূর্ণ শক্তির দল নিয়েই। সেখানে তারা সিরিজ হাতছাড়া করেছে প্রথম দুই ম্যাচ হেরেই। তামিম ইকবাল এখানে কোনো অজুহাত দিতে চান না। সফরের শেষ সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘ যখনই দল হারে, বিশেষ করে আমরা, তখনই উন্নতির কথা তুলে আনি। উন্নতির কথা বললে একঘেয়ে শোনায়। যখনই হারি, এটা করা উচিৎ, ওটা করা উচিৎ। এ সিরিজ আমাদের জেতা উচিত ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনোভাবেই অজুহাত দিতে পারব না।
ব্যাটিং স্বর্গ উইকেট। তামিম ইকবাল প্রথম দুই ম্যাচ দারুণ সূচনা করেন। কিন্তু হাফ সেঞ্চুরি করার পরপরই তিনি থেমে যান। প্রথম ম্যাচে ৬২ ও দ্বিতীয় ম্যাচে ৫০ রান করে ফিরে আসেন। শেষ ম্যাচে করেন মাত্র ১৯ রান। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুশি নই মোটেও, কিছু রান করলেও।’ যে উইকেট পেয়েছিলেন তাতে তিনি মনে করেন ইনিংস আরও লম্বা করা উচিত ছিল। তিন ম্যাচে জিম্বাবুয়ের চার চারটি সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের একটিও সেঞ্চুরি নেই। এ নিয়ে তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচ শেষে আক্ষেপ প্রকাশ করেছিলেন। ব্যাটিং বান্ধব উইকেট নিয়ে তিনি বলেন, ‘এমন উইকেট পাওয়াই মুশকিল। এখানে প্রথম ১০ ওভারের পর এত ভালো ছিল উইকেট। ৫০-৬০ রান এমন উইকেটে যথেষ্ট নয়।’
এমপি/এএস