শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

শেষ ম্যাচে চেনা রূপে বাংলাদেশ

গত দুই ম্যাচে ৩০৩ ও ২৯০ রান করে যেখানে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। হার মেনেছিল সহজেই। সেখানে ২৫৬ রান করে ম্যাচ জেতার কথা চিন্তাও করা যায় না। আগেই সিরিজ হারানো বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।

কিন্তু এ যাত্রায় রক্ষা পেয়েছে বাংলাদেশ। এবার ২৫৬ রানেই নির্ভরতা খুঁজে পেয়েছে। দাপুটে জয়ে উড়তে থাকা জিম্বাবুয়েকে নামিয়ে এনেছে মাটিতে। সিরিজ হারিয়ে বিলম্বে হলেও বাংলাদেশ ফিরেছে চেনারূপে। যে চেনা রূপের সামনে পড়ে ছারখার হয়ে গেছে জিম্বাবুয়ে। দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে।

হার মেনেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ৯ উইকেটে ২৫৬ রানের জবাব দিতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয়ের্ছে ৩২.২ ওভারে ১৫১ রানে।

তাদের হারের ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু শেষ উইকেট জুটিতে এনগারাভা ও নিউয়াচি জিম্বাবুয়ের হয়ে যে কোনো দেশের বিপক্ষে রেকর্ড ৬৮ রান করলে দলীয় শতরান অতিক্র করার পাশাপাশি হারের ব্যবধানও কমিয়ে আনে। এই জয়ে আগেই সিরিজ হারানো বাংলাদেশ ব্যবধান কমিয়ে আনল ২-১ এ। একই সঙ্গে ৪০০তম ম্যাচে জয়ও পেল বাংলদেশ।

মাইলফলকের একশ ও দুইশতম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। হেরেছিল তিনশতম ম্যাচে। কিন্তু চারশতম ম্যাচে কী হবে? জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই দাঁড়াতেই না পারা বাংলাদেশ যখন আগে ব্যাট করে আফিফের অপরাজিত ৮৫, এনামুল হক বিজয়ের ৭৬ ও মাহমুদউল্লাহর ৩৯ রানে ভর করে ভাণ্ডারে মাত্র ২৫৬ রানের পূঁজি সংগ্রহ করেছিল, তখন ৪০০তম ম্যাচের ললাটে হারই লেখা হয়ে গিয়েছিল।

কিন্তু যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের অন্য রকম চুড়ায় নিয়ে গেছে, সেই বাংলাদেশের বাজে সময় যেতেই পারে। তাই বলে সব সময়? এটা কী হতে পারে। এটা হওয়া মানে অবস্থানের পতন। কিন্তু বাংলাদেশ তা হতে দেয়নি। নিজেদের জাত চিনিয়েছে। প্রথম দুই ম্যাচে ব্যাটিং স্বর্গ উইকেটে ব্যাটসম্যানদের সংগ্রহ ভালোই ছিল।

কিন্তু বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। তাই হারতে হয়েছিল অনায়েতে পাঁচ উইকেটে দুই ম্যাচেই। মান রক্ষার ম্যাচে ব্যাটসম্যানরা আবার খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু বোলাররা নিজেদের ফিরে পেলে ২৫৬ রানই নির্ভরতা এনে দেয়।

প্রথম দুই ম্যাচকে কার্বন কপি বানিয়ে জিম্বাবুয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছিল। তৃতীয় ম্যাচও ছিল অনেকটা সে পথেই। টস জয় থেকে শুরু করে জিম্বাবুয়ে বোলিং বেছে নেওয়া। বাংলাদেশকে আরও কম ৯ উইকেটে ২৫৬ রানে আটকে রাখা। তারপর সেই রান তাড়া করতে নেমে যথারীতি জিম্বাবুয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়। সাত রানে নেই দুই উইকেট। পরে ১৮ রানে নেই চার উইকেট।

যেখানে ছিল বাংলাদেশের বিপক্ষে আগের দুই ম্যাচে ‘রাজা’ হয়ে উঠা সিকান্দার রাজার উইকেটও। তিন ম্যাচে জিম্বাবুয়ের এটি ছিল সবচেয়ে নাজুক অবস্থা। দ্বিতীয় ম্যাচে তারা ৪৯ রানে হারিয়েছিল চার উইকেট। সেখান থেকে দলকে উতরে নিয়ে গিয়েছিলেন সিকান্দার রাজা অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে। সঙ্গে পেয়েছিলেন অধিনায়ক রেজিস চাকাভাকে (১০২)। এই ম্যাচে চাকাভা নেই। রাজাও আউট। কিন্তু থেকে গিয়েছিলেন প্রথম ম্যাচে সিকান্দার রাজার সঙ্গে হাল ধরে জোড়[ সেঞ্চুরির এক মালিক ইনোসেন্ট কাইয়া (১১০)। তার ছিল আজ আবার ত্রিশতম জন্মদিন।

আজ জিম্বাবুয়ের পরিস্থিতি একটু বেশি নাজুক হলেও টার্গেট ছিল কমই। তাই আরেকটি কার্বন কপির ম্যাচ হওয়া অস্বাভাবিক ছিল না? কিন্তু তা আর আজ হয়নি। জয় পেতে মরিয়া বাংলাদেশ দলের সামনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরনা একে একে কাবু হতে থাকেন। ৮৩ রানে ৯ উইকেট হারানোর পর জিম্বাবুয়ের শতরান করাও কঠিন হয়ে পড়ে।

কিন্তু সেখান থেকে তারা শেষ পর্যন্ত ১৫১ রান পর্যন্ত যেতে পেরেছে এনগারাভা ও নিয়াউচির দশম উইকেট জুটিতে যে কোনো দেশের বিপক্ষে রেকর্ড ৬৮ রান যোগ করলে। ৯.২ ওভার খেলে তারা এই রান যোগ করেন। এ সময় দুই জনে মিলে ৯টি চার ও দুইটি ছক্কা মারেন। নিয়াউচিকে (২৬) মোস্তাফিজ বোল্ড করে চতুর্থ শিকার করলে শেষ হয় তাদের প্রতিরোধ। এনগারাভা ৩৪ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া ২৪ রান করেন অভিষিক্ত ক্লাইভ মাদেন্দে।

জিম্বাবুয়েকে কব্জা করতে এদিন তামিম ইকবাল তার বোলিং আক্রমণে বেশ পরিবর্তন এনেছিলেন। হাসান মাহমুদের সঙ্গে মিরাজকে দিয়ে আক্রমণ শুরু করেন। দুই জনেই নিজ নিজ প্রথম ওভারে দুই ওপেনারকেই ফিরিয়ে দেন। ইনিংসের চতুর্থ ওভারেই তামিম আক্রমণে নিয়ে আসেন অভিষিক্ত এবাদতকে। তিনি দ্বিতীয় ওভারেই আনেন জোড়া আঘাত। ফিরিয়ে দেন ওয়েসলি মাধেভেরে ও এই ম্যাচর অধিনায়ক সিকান্দার রাজাকে। মুখোমুখি হওয়া প্রথম বলেই রাজার দুইটি স্ট্যাম্পই ছত্রখান করে দেন এবাদত। যা ছিল দেখার মতোই। ব্যাটিং পাওয়ার প্লেতেই তামিম আক্রমণে নিয়ে আসেন তাইজুলকে। তিনিও প্রথম ওভারেই সাফল্যের মুখ দেখেন।তার শিকারটিও ছিল বেশ বড় ইনোসেন্ট কাইয়া। এরপর তিনি ফিরিয়ে দেন দ্বিতীয় ম্যাচে অভিষেকেই মারমুখি ব্যাটিং করা তানাকা মুনয়োঙ্গাকে।

এই ম্যাচে তামিম ইকবাল মোস্তাফিজকে আক্রমণে আনেন ১৩তম ওভারে। এখানেও তামিম পরিকল্পনা শতভাগ সফল হয়। মোস্তাফিজকে দিয়ে এক ওভার বোলিং করানোর পর বিশ্রাম দেন। আবার যখন একুশতম ওভারে আক্রমণে নিয়ে আসেন, তখন মোস্তাফিজ নিজেকে ফিরে পান পুরানো রূপে। শেষ চার উইকেটই তুলে নেন তিনি। এর মাঝে ছিল আবার জোড়া আঘাতও। এভাবেই রচিত হয় বাংলাদেশের মান বাঁচানো ও চারশতম মাইলফলকের ম্যাচে জয়। মোস্তাফিজ ১৭ রানে নেন চার উইকেট। দুইটি করে উইকেট নেন তাইজুল ৩৪ ও এবাদত ৩৮ রানে। মিরাজ ১৬ ও হাসান মাহমুদ ৩৮ রানে নেন একটি করে উইকেট। ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আফিফ হোসেন। সিরিজ সেরা হয়েছেন টি-টোয়েন্টি সিরিজের মতোই সিকান্দার রাজা।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু  

ছবিঃ ঢাকাপ্রকাশ

এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন- এ কারণে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না। বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী ও কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। যার উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা বিএনপির নেতাকর্মীদের, ছাত্রদের ও আলেমদের হত্যা করেছে তাদের জায়গা আর বাংলার মাটিতে হবেনা। 

টুকু বলেন, স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বিভিন্ন সময়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংবর্ধিত অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

এছাড়া আরও অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।

ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিখ এক্স-পোস্টে লিখেছেন, ট্রাম্প জেলেনস্কিকে বের করে দিয়েছেন- তিনি নিজে থেকে চলে যাননি।

এই সাংবাদিক হোয়াইট হাউসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনের বরাতে দাবি করেছেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল 'পুনরায় আলোচনা সেট করার জন্য' অনুরোধ করছে। তবে (সেক্রেটারি অফ স্টেট) রুবিও এবং (জাতীয় সুরক্ষা উপদেষ্টা) ওয়াল্টজ তাদের জানিয়েছেন, জেলেনস্কিকে (হোয়াইট হাউসের মাঠ) ছেড়ে চলে যেতে হবে।

জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য 'বৈরী তর্ক-বিতর্কে' পরিণত হয়েছিল। এ সময় মার্কিন রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় 'অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার' জন্য অভিযুক্ত করেন।

ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারণাটি প্রাথমিকভাবে জেলেনস্কিই উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসের শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন। আশা করা হয়েছিল, দুই নেতা শুক্রবার বৈঠকে চুক্তিতে সই করবেন। তবে শুক্রবার হোয়াইট হাউসে 'অগ্নিগর্ভ বাক্যবিনিময়ের' পর দৃশ্যত চুক্তিটি ঝুলে গেল।

বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন যে, তাকে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।

এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি 'যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা' দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন।

Header Ad
Header Ad

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এবং ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, সৌদি আরবের সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।

এদিকে, বিশ্বে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে, তাদের দেশে আজ চাঁদ দেখা যায়নি।

অন্যদিকে, আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু  
জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন