টস জয় অধরাই থেকে গেল বাংলাদেশের
প্রথম ম্যাচে হার, শততম ম্যাচে জয়। জয় এসেছে দ্বিশতম ম্যাচে। আবার তিনশতম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। আজ চারশতম ম্যাচে কী অপেক্ষা করছে?
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে জয়ের রঙিন আশায়ই বুদ ছিলেন সবাই। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালের পর বাংলাদেশ এই ফরম্যাটে আর কোনো ম্যাচই হারেনি। সে বিবেচনায় জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশই করার কথা। সরল অংকের যোগফল মিলে গেলে বাংলাদেশের চারশতম ম্যাচর মাইলফলক জয়েই রঙিন হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের চিন্তার সে পথে কাঁটা বিছায়ে দিয়েছে জিম্বাবুয়ে।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এখন সেখানে নিজেরাই হোয়াইটওয়াশ হওয়ার চোখ রাঙানিতে পড়েছে। এই চোখ রাঙানি এড়াতে বদ্ধ পরিকর বাংলাদেশ। এতে ফায়দা হবে দুইটি। একদিকে হোয়াইটওয়াশ এড়াতে পারবে, অপরদিকে চারশতম ম্যাচে পাওয়া হবে জয়। মিশন ইম্পসিবল। আবার পসিবলও। লক্ষ্য পূরণে বাংলাদেশের উপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া টস ভাগ্য এই ম্যাচেও মুখ ফিরিয়ে নিয়েছে। টস হেরে যথারীতি ব্যাটিংয়ে আমন্ত্রিত হয়েছেন তামিম। এ দিন জিম্বাবুয়ের হয়ে টস করেন সিকান্দার রাজা।
টস হারের পর তামিম কিছুটা হতাশা নিয়ে বলেন, ‘ টস জিতলে বোলিং নিতাম। কিন্তু সব ম্যাচেই টস হেরেছি। এখানে আমার হাতে কিছ নেই। এখন আমাদের ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে হবে।’
পিঠ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দুই পরিবর্তন এনেছে। তাসকিন ও শরিফুলকে একাদশের বাইরে রেখে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১৩৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদতের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
এমপি/আরএ/