শেষ ম্যাচের আগে বাংলাদেশের জ্বালানি কোথায়!
বাংলাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অবিশ্বাস্য এই দাম বৃদ্ধিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। অবশ্য তেলের সংকট পড়েনি। কিন্তু সেই জ্বালানির সংকট পড়েছে জিম্বাবুয়েতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ গচ্ছা গেছে। আজ শেষ ম্যাচ। পিঠ বাঁচানোর। বাঁচতে পারলে পাবে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে রক্ষা। না পারলে লজ্জ্বা। কিন্তু সেই লজ্জ্বা নিবারণে যে তামিম তার দল-বল নিয়ে নামবেন সেখানে জ্বালানি কোথায়? প্রথম দুই ম্যাচ হেরে জ্বালানি শেষ। আজ শেষ ম্যাচে তাদের জ্বালানি কী হবে। যা দিয়ে তারা উদ্ভুদ্ধ হয়ে আজ পিঠ বাঁচানে নামবেন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোয়া একটায়।
নদীতে মাছ থাকলে জাল ফেললে অনেক মাছই ধরা পড়ে। অপ্রত্যাশিত হারে সিরিজ খুইয়ে দিকবিদিকশূন্য বাংলাদেশ দলের জ্বালানি সংগ্রহের জন্য জাল ফেলে কোনো কিছুই পাওয়ার নেই। সবইতো শেষ। তারপরও নামতে হবে। জ্বালানি যা আছে তাই দিয়েই চেষ্টা করতে হবে। ইনুজরিতে জর্জরিত দলটিতে জ্বালানি দিতে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার এবাদত হোসেনকে। ওয়ানডে ক্রিকেটের জন্য এরা অচল। এই অচল দিয়ে কতোটুকু সচল হওয়া যাবে তা অনেক বড় প্রশ্ন? এদের কাউকে আজ সেরা একাদশে দেখা যেতেও পারে?
জিম্বাবুয়ে সফরে টস জয় একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। টি-টোয়েন্টির পর ওয়ানডে। একটিতেও জেতা হয়নি টস। ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ যে ভালো করতে পারেনি তা কিন্তু নয়। প্রথমম্যাচ তিন উইকেটে ৩০৩ ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে ২৯০ রান করেও লড়াই করতে পারেনি। হেরেছিল পাঁচ উইকেটে। দুইটি ম্যাচই একই পিচে অনুষ্ঠিত হয়েছিল। আজকের ম্যাচেও তাই টস একটা বড় ফ্যাক্টর থাকবে যথারীতি। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য আরেক অর্থে খুবই গুরুত্বপূর্ণ। আজ তারা খেলতে নামবে ৪০০তম ওয়ানডে ম্যাচ। এমন একটি মাইলফলকের ম্যাচে বাংলাদেশের জন্য কী অপেক্ষা করছে।
দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আত্মবিশ্বাস ফিরে পেতে জয় খুবই প্রয়োজন বলে জানিয়েছেন। মঙ্গলবার তিনি হারারেতে বলেছন, ‘আমরা আজ (মঙ্গলবার) সকালে এ সব বিষয় নিয়ে কথা বলেছি। দলের যে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তা নিয়ে আমরা কথা বলেছি। সিরিজ হেরেছি। এখন আত্মবিশ্বাস ফিরে পেতে আমাদের শেষ ম্যাচে জিততে হবে।
এমপি/আরএ/