রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কঠিন সময়ে বাংলাদেশের ৪০০তম ম্যাচ

বল বীর,বল উন্নত মম শির—এই উন্নত মম শির ছিল বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে। টেস্ট ও টি-টোয়েন্টিতে যখন বাংলাদেশের নাজকু অবস্থা হারতে হারতে তলানিতে, তখন ওয়ানডেতে দাপুটে বিচরণ। একের পর এক সিরিজ জয়। সেই ওয়ানডে ক্রিকেটে হঠাৎ ছন্দ পতন। এই ছন্দ পতন ঘটিয়েছে পুচকে জিম্বাবুয়ে। আকাশে উড়তে থাকা বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই কাবু করে বাংলাদেশের ডানা ভেঙে দিয়েছে।

আজ সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ খেলতে নামবে নিজেদের হোয়াইটওয়াশ এড়াতে আর জিম্বাবুয়ে চাইবে তা গলায় পড়িয়ে দিতে। টেস্ট ও টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটেও দুঃসময়। এমন একটি ক্রান্তিকালে বাংলাদেশ আজ খেলতে নামবে নিজেদের ৪০০শতম ওয়ানডে ম্যাচ। জয়ের বর্ণিল উৎসবে রঙিণ হবে, না কি আরেকটি হারের আঁধারে ডাকা পড়বে মাইল ফলকের ম্যাচটি?

উইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর, যখন জিম্বাবুয়েতে এসেছিল, তখনই জানা ছিল এই সিরিজের শেষ ম্যাচে হবে বাংলাদেশের ৪০০তম। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়াতে জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করেই উৎসব করার ভাবনা ছিল সবার অন্তরেই। সেখানে আজ উল্টো পরিস্থিতি। নিজেরাই এখন হোয়াইওয়াশ হওয়ার শঙ্কায়। সেই শঙ্কা এড়ানোই বাংলাদেশের মূল লক্ষ্য। লক্ষ্য পূরণ হলে আসবে জয়। বর্ণিল হবে ৪০০তম ম্যাচ খেলা।

ওয়ানডে ক্রিকেটের পথ শুরু হয় ১৯৭১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। বাংলাদেশের পথ চলা শুরু হয় ১৯৮৬ সালে এশিয়া কাপ দিয়ে। টেস্ট মর্যাদা পাওয়ার আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিচরণের ক্ষেত্রই ছিল এই এশিয়া কাপ। প্রতি দুই বছর পর পর একটি আসর বাংলাদেশকে সুযোগ করে দিত ওয়ানডে ম্যাচ খেলার। বাংলাদেশ প্রথম ১০টি ম্যাচ খেলতে তাই সময় লেগে যায় ১০ বছর। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই ধীরগতি আর থাকেনি। সেখানে জোয়ার তৈরি হয়। কারণ প্রতিটি দ্বি-পাক্ষিক সিরিজেই অন্তত তিনটি করে ওয়ানডে ম্যাচ থাকত। যে কারণে প্রথম ম্যাচ খেলতে যেখানে সময় লেগেছে ১৬ বছর, সেখানে পরের ৫০ ম্যাচ খেলেছিল ২৬ মাস। ১০০ থেকে ১৫০ ম্যাচ খেলেছে ২৭ মাসে, পরের ৫০ খেলেছে ২৮ মাসে। এভাবেই এগিয়ে গেছে বাংলাদেশ। আজ ৪০০তম ম্যাচ খেলতে সময় নিয়েছে ৩৬ বছর পাঁচ মাস।

ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলা বাংলাদেশ ১০ম দেশ। আগের ৯টি দেশ হলো টেস্ট খেলুড়ে সবাই। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ভারত ১০০৮টি। হাজারের উপর ম্যাচ খেলা একমাত্র দেশও ভারত। তাদের পেছনেই আছে ৯৬৬টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। এরপর পর্যায়ক্রমে আছে পাকিস্তান ৯৪২টি,উইন্ডিজ ৮৪৯টি, শ্রীলঙ্কা ৮৭৫টি, নিউ জিল্যান্ড ৭৮২টি, ইংল্যান্ড ৭৭০টি, দক্ষিণ আফ্রিকা ৬৪৪টি ও জিম্বাবুয়ে ৫৪৬টি।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল ১৯৮৬ সালের ৩১ মাচ পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার মুরাতোয়াতে। হেরেছিল সাত উইকেটে। হার দিয়ে পথচলা শুরু করা বাংলাদেশ দল আজ ৪০০তম ম্যাচে কী করবে তা বলা মুশফিল। কিন্তু ৫০, ১০০, ১৫০, ২০০ এ রকমম মাইলফলকের ম্যাচ গুলোতে বাংলাদেশের আবার আছে জয়-পরাজয়ের মিশ্র অনুভুতি।

২০০২ সালে ৫০তম ম্যাচ খেলেছিল আবারো পাকিস্তানের বিপক্ষে। আবারো হার। এবার আট উইকেটে। ভেন্যু ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। কিš‘ শততম ম্যাচে জয় পেয়েছিল ভারতের বিপক্ষে। ভারত অবশ্য আজকের মতো সে সময় ততোটা শক্তিশালী ছিল না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০৪ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছিল ১৫ রানে। এই জয়ের ধারা বাংলাদেশের অব্যাহত ছিল ১৫০ ২০০তম ম্যাচে। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ পোর্ট অব স্পেনে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা থেকে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। ২০০৯ সালে উইন্ডিজকে ২০০তম ম্যাচে হারিয়েছিল ডোমিনিকায় তিন উইকেটে।

২৫০ ও ৩০০তম ম্যাচে বাংলাদেশ আবার জিততে পারেনি। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে হেরেছিল ২৫০তম ম্যাচ পাঁচ উইকেটে। ৩০০তম ম্যাচে হারের প্রতিপক্ষ ছিল ভারত। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে মেলবোর্নে হেরেছিল ১০৯ রানে। ৩৫০তম ম্যাচে বাংলাদেশ আবার জয় পেয়েছিল মিরপুরে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে। সেই জিম্বাবুয়েই আজ আবার ৪০০তম ম্যাচের প্রতিপক্ষ।

বাংলাদেশ ৩৯৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ১৪৩টিতে, হেরেছে ২৪৯টি ম্যাচে। সাতটি ম্যাচে কোনো ফয়সালা হয়নি। সবচেয়ে বেশি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০টিতে। ম্যাচও বেশি খেলেছে তাদের বিপক্ষে ৮০টি। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৫১, উইন্ডিজের বিপক্ষে ৪৪, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৮, পাকিস্তানের বিপক্ষে ৩৭, ভারতের বিপক্ষে ৩৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪, ইংল্যান্ডের বিপক্ষে ২১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১, আফগানিস্তানের বিপক্ষে ১১ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে। এর বাইরে আইসিসির সহযোগী সদস্য কেনিয়ার বিপক্ষে ১৪টি, স্কটল্যান্ডের বিপক্ষে চারটি, বারমুদা, কানাডা ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি করে এবং হংকং ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে।

রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে সিলেটে ১৬০ রানে। উইকেটের ব্যবধানে বড় জয় ৯ উইকেটে। এ রকম জয় আছে ৫ পাঁচটি। দলগত সর্বোচ্চ রান ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে ৩৩৩। দলগত সর্বনিম্ম রান ৫৮। আছে দুইবার। একবার ঘরের মাঠে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে এরপর ২০১৪ সালে একই ভেন্যুতে ভারতের বিপক্ষে।

ব্যক্তিগত অর্জনে এগিয়ে আছেন তামিম ইকবাল ৮০৫৫ রান করে সবার উপরে তিনি। আবার তার ১৪টি সেঞ্চুরিও সবচেয়ে বেশি। হাফ সেঞ্চুরিতেও তিনি এগিয়ে। তার হাফ সেঞ্চুরি ৫৫টি। তবে ম্যাচ বেশি খেলেছন মুশফিকুর রহিম ২৩৫টি। ব্যক্তিগত সর্বোচ্চ রান লিটন দাসের জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে সিলেটে ১৭৬ রানের ইনিংস।

উইকেট পাওয়ার দিক দিয়ে সবার উপরে সাকিব আল হাসান। ২২১ম্যাচে তার উইকেট ২৮৫টি। ম্যাচে পাঁচ উইকেট নেয়ার দিক দিয়েও এগিয়ে। ৯ বার তিনি এই কৃতিত্ব দেখিয়েছেন। হ্যাটট্রিক হয়েছে পাঁচটি। তারা হলেন শাহদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অধিনায়কের পালাবদল হয়েছে ১৪বার। এখানে সবচেয়ে সফল মাশরাফি। তিনি ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে দেশকে জয় এনে দিয়েছেন ৫০টিতে।

এমপি/আরএ/

Header Ad
Header Ad

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

এ সময় উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পায়রা সমুদ্র বন্দর প্রকল্পে সঠিকভাবে অগ্রগতি না থাকায় এটি “সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না” - এমন মন্তব্য করেছেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Header Ad
Header Ad

বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এজন্য নির্বাচনের সঙ্গে জড়িত প্রার্থীদের, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এবং যারা অনিয়মে যুক্ত ছিল, তাদের তদন্ত করে বিচার করতে হবে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফ্যাসিস্ট কাঠামোয় নিয়ে গেছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে, যার দায় নির্বাচন কমিশনেরও রয়েছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান প্রবর্তন, প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ, নির্বাচনে সহিংসতা রোধে আচরণবিধি সংস্কার, ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র মনিটরিং করা।

এছাড়া একই নামে একাধিক দলের নিবন্ধন, অফিসবিহীন দলকে বৈধতা দেওয়া এবং এসব বিষয়ে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। এনসিপি মনে করে, এসব বাস্তবায়ন না হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।

Header Ad
Header Ad

এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

রেমিট্যান্সের বড় একটি অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দিয়ে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

এর আগেও চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আসে—৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও যথাক্রমে ২১৯ কোটি ও ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বিশেষজ্ঞদের মতে, সরকার ঘোষিত প্রণোদনা, ডলারের ভালো বিনিময় হার এবং রমজান ও ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের বাড়তি পাঠানোর প্রবণতা—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এপ্রিল শেষে এই প্রবাহ ৩৫০ কোটি ডলারের বেশি হতে পারে, যা নতুন একটি রেকর্ড হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক