ইয়াসির আলীরও এশিয়া কাপ শঙ্কায়
ইনজুরির মিছিল যেন থামতেই চাচ্ছে না বাংলাদেশ শিবিরে। বেড়েই চলছে। জিম্বাবুয়ে থেকে আসছে একটির পর একটি ইনুজরির দুঃসংবাদ। লিটন দাস-নুরুল হাসান সোহান ছিটকে গেছেন সফর থেকে। একই সঙ্গে এশিয়া কাপ থেকেও।
ইনজুরির এই মহামারির কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা করতেও বিলম্ব হচ্ছে। সঙ্গে আছে অবশ্য সাকিব আল হাসানের বেট উইনারের সঙ্গে চুক্তির বিষয়টিও। এদিকে দেশের বাইরে থেকে ইনুজরির দুঃসংবাদ আসার পাশাপাশি দেশ থেকেও মিলছে একই সংবাদ।
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ছিলেন না ইয়াসির আলী রাব্বি। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছিলেন। এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ায়। কিন্তু সেখানেও মিলেছে দুঃসংবাদ। তার পিঠের পুরোনো ব্যথা বেড়েছে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খুলনায় প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে রবিবার পিঠের ব্যথা বেড়ে গেলে তিনি মাঠ ছেড়ে চলে আসেন। ফিরে এসেছেন ঢাকায়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বর্তমানে নুরুল হাসান সোহানকে নিয়ে সিঙ্গাপুরে আছেন। মঙ্গলবার তার ফিরে আসার কথা। এরপর তিনি রাব্বিকে দেখবেন। জানা যাবে তার অবস্থান। কিন্তু আপাত দৃষ্টিতে রাব্বিরও এশিয়া কাপ খেলা অনিশ্চিত।
এমপি/এসজি/