বৃষ্টির পেটে বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ
বাংলাদেশ ‘এ’ দলের কপালটাই মন্দ। এমনিতেই সচরাচর তাদের খেলা হয় না। চার বছর পর তাদের সেই সুযোগ এসেছিল উইন্ডিজ সফরে। সূচিতে দুইটি চার দিনের আর তিনটি একদিনের ম্যাচ। কিন্তু সেখানে ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টির কারণে প্রথম চার দিনের ম্যাচের অর্ধেকেরও বেশি ভেসে গেছে বৃষ্টিতে। যে কারণে ফলাফল যা হবার তাই হয়েছে, ড্র। বাংলাদেশের ১৬৭ রানের জবাবে উইন্ডিজ পাঁচ উইকেটে ২৬৩ রান করেছিল। শেষ দুই দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১০ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট লুসিয়াতে।
চার দিনে ৩৬০ ওভার খেলার কথা ছিল। সেখানে খেলা হয়েছে সাকুল্যে ১৫৮.৫ ওভার। বাংলাদেশ ৬০.৫ ওভারে অলআউট হওয়ার পর উইন্ডিজ খেলে ৯৮ ওভার।
একদিনও পুরো সময় খেলা হতে পারেনি। প্রথম দিন বাগড়া ছিল খেলার ভেন্যুতে একটি অনুষ্ঠান করার কারণে আউট ফিল্ডিং ও বোলিং প্রান্তে সমস্যা থাকায়। এরপর থেকে শুধুই বৃষ্টির উৎপাত।
বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালেও বাংলাদেশ ‘এ’ দলকে বাঁচিয়ে দিয়েছে। ১৬৭ রানে অলআউট হওয়ার পর উইন্ডিজ ছিল বড় সংগ্রহের পথেই। দ্বিতীয় দিনই তারা হাতে পাঁচ উইকেট নিয়ে এগিয়ে ছিল ৯৬ রানে। খেলা পুরো হলে তাদের এই লিড আরও বাড়ত। বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে না পারলে ম্যাচ বাঁচানোই কঠিন হয়ে পড়ত।
বাংলাদেশের হয়ে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে ৫০ রান করেন। এ ছাড়া নাঈম হাসান ২৭, সাইফ হাসান ২০, সাদমান ইসলাম ১৭ ও রেজাউর রহমান রাজা ১৩ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি। বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ৭২ রানে নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা ও নাঈম হাসান
এমপি/এসএন