মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এবার বাংলাদেশের ওয়ানডে সিরিজ গচ্ছা

টি-টোয়েন্টি সিরিজের পর এবার বাংলাদেশ ওয়ানডে সিরিজেও গচ্ছা দিল জিম্বাবুয়ের কাছে। টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল শেষ ম্যাচে। নিজেদের সেরা ফরম্যাটে সিরিজ হেরেছে প্রথম দুই ম্যাচেই। বাংলাদেশের করা ৯ উইকেটে ২৯০ রান জিম্বাবুয়ে অতিক্রম করে ১৫ বল ও পাঁচ উইকেটে হাতে রেখে। প্রথম ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। আজ জোড়া সেঞ্চুরি করেন অধিনায়ক রেজিস চাকাভা ও সিকান্দার রাজা।

প্রথম ম্যাচে ২০১৩ সালের পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে পেয়েছিল প্রথম জয়। এবার ২০১৩ সালের পর পেল প্রথম সিরিজ জয়ও।

জিম্বাবুয়ে সিরিজ জিতেছে দ্বিতীয় ম্যাচকে অনেকটা প্রথম ম্যাচের কার্বন কপি বানিয়ে। এই দুই ম্যাচের মাঝখানে যোগ করা যায় একটি শব্দ ‘আবারও’। জিম্বাবুয়ে আবারও টস জিতে। আবারও নেয় রান চেজ করার সিন্ধান্ত। আবারও রান তাড়া করতে নেমে শুরুতেই পড়ে বিপদে। প্রথম ম্যাচে ছয় রানে হারিয়েছিল দুই উইকেট। এই ম্যাচে ১৩ রানে হারায় দুই উইকেট। আবারও পরে দাঁড়িয়ে যান দুই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ছিল চতুর্থ উইকেট জুটিতে, এই ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে। প্রথম ম্যাচে জুটিতে রান এসেছিল রেকর্ড ১৯২ রান। এই ম্যাচেও রেকর্ড ২০১ রান। আবারও জোড়া সেঞ্চুরি করেন ব্যাটসম্যানদ্বয়। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইনোসেন্ট কাইয়া (১১০) ও সিকান্দার রাজা (১৩৫*)। এই ম্যাচে সেঞ্চুরি করেন অধিনায়ক রেজিস চাকাভা (১০২) ও সিকান্দার রাজা (১১৭*)। আবারও সিকান্দার রাজা সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। আবারো তিনি ম্যাচ সেরা হন। প্রথম ম্যাচে তিনি জীবন পেয়েছিলেন ৪৩ রানে। এই ম্যাচে ৪২ রানে। প্রথম ম্যাচ জিতেছিল ১০ বল হাতে রেখে পাঁচ উইকেটে। এই ম্যাচ ১৫ বল হাতে রেখে পাঁচ উইকেটে। প্রথম ম্যাচে জয় এসেছে ছক্কায়। এই ম্যাচে চারে।

ম্যাচটি বাংলাদেশের কাছেও কার্বন কপি ছিল। মিল ছিল- দুই ম্যাচই তারা হেরেছে! দুই ম্যাচেই সিকান্দার রাজাকে জীবন দিয়েছে। প্রথম ম্যাচ অবশ্য ইনোসেন্ট কাইয়াও জীবন পেয়েছিলেন।

বাংলাদেশের বিপেক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতে নিয়ে জিম্বাবুয়ে যেন নিজেদের ক্রিকেটের সুদিন ফেরারই আভাস দিল। বিশেষ করে ওয়ানডেতে। তারা শুরুতেই যেভাবে ভয়াবহ বিপর্যয়ে পড়ে সেখান থেকে ম্যাচ বের করে নিয়েছে। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচের পরিস্থিতি ছিল বেশি বাজে।

প্রথম ম্যাচে তৃতীয় উইকেট হারিয়েছিল ৬২ রানে। এই ম্যাচে ২৭ রানে হাারয় তিন উইকেট। এই তিন উইকেটের একটি ছিল আবার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়ার। ১৬ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই হাসান মাহমুদ তার প্রথম দুই ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন তাকুদজওয়ানসি কাইটানো ও ইনোসেন্ট কাইয়াকে। এরপর তাইজুল ইসলাম বল হাতে নিয়েই ফিরিয়ে দেন ওয়েসলি মাধেভেরেকে। দলের রান তখন ২৭। ব্যাটিং পাওয়ার প্লের ১০ ওভারে রান আসে মাত্র ৩০। কিন্তু এখানেই শেষ নয়। দলীয় ৪৯ রানে তাদিওয়ানাসি মারুমানিকে (২৫) মেহেদি হাসান মিরাজ ফিরিয় দিলে জিম্বাবুয়ে পুরোপুরি ব্যাকপটুটে চলে যায়। ওভার ১৫টি শেষ। এবার বাংলাদেশ ঠিকই অংক মেলাতে শুরু করে জয়ের। আসবে সিরিজে সমতা। প্রথম ম্যাচে ৩০৩ রান করে জিততে না পারলও এই ম্যাচে ১৩ রান কম টার্গেট থাকলেও জিম্বাবুয়ের অবস্থা ছিল বেশি শোচণীয়। কিন্তু সিকান্দার রাজা এই অংক মেলাতে দিতে বড্ড বেশি রাজি ছিলেন না। এবার সঙ্গী হিসেবে পেয়ে যান স্বয়ং অধিনায়ক রেজিস চাকাভাকে। ব্যাস শুরু হয় দুই জনের রান করার নৃত্যানন্দ। তবে এই নৃত্যানন্দ থেমে যেতে পারত যদি ৪২ রানে মিরাজের ভুলে সিকান্দার রাজা জীবন না পেতেন। মিরাজের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন সিকান্দার রাজা। কিন্তু শরিফুল তা নাগাল পাননি। এর মাঝে নন স্ট্রাইকিং প্রান্ত থেকে চলে আসেন চাকাভা। পরিস্থিতি সামাল দিতে রাজাও দৌড় দেন। কিন্তু তিনি পৌছার আগেই শরিফুলের থ্রো থেকে মিরাজ স্ট্যাম্পও ভেঙে দেন। কিন্তু তারপরও তিনি বেঁচে যান। কারণ মিরাজ বল হাতে নিয়ে স্ট্যাম্প ভাঙার আগেই অপর হাত দিয়ে ভেঙে ছিলেন স্ট্যাম্প। বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখার পর রাজাকে ‘নটআউট’ ঘোষণা করা হয়। জীবন পেয়ে রাজাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দলকে জয়ী করে বিজয়ীর বেশেই ফেরেন ড্রেসিং রুমে।

কিন্তু এতো সহজেই কী রাজা পৌঁছে গিয়েছিলেন সাফল্যোর বন্দরে। বিপর্য়য় রোধ করতে তিনি শুরুতে ছিলেন খুবই সাবধানী। এক পর্যায়ে তার রান ছিল ৩০ বলে ১৪। সেখান থেকে তিনি সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে থাকেন। হাফ সেঞ্চুরি করেন ৬৭ বলে। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন ১১৫ বলে। শেষ পর্যন্ত ১২৭ বলে চার ছক্কা ও আট বাউন্ডারিতে ১১৭ রান করে অপরাজিত থাকেন। রেজিস চাকাভা ছিলেন আবার শুরু থেকেই মারমুখি। হাফ সেঞ্চুরি করেন রাজকীয় ঢংয়ে তাসকিনকে পরপর চার বাউন্ডারি মেরে ৩৬ বলে। সেই ওভারে তাসকিন দেন ১৮ রান। এর আগে পাঁচ ওভারে তিনি দিয়েছিলেন ১৮ রান। চাকাভা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ৭৩ বলে। সেঞ্চুরি করার পর আর বেশি দূর যেতে পারেননি তিনি। ১০২ রানে তাকে ফিরিয়ে দেন মিরাজ। তার ৭৫ বলের ইনিংসে ছিল দুইটি ছক্কা ও ১০টি চার। তাদের পঞ্চম উইকেট জুটিতে ২০১ রান বাংলাদেশর বিপক্ষে যেকোনো দেশের সর্বোচ্চ রান। চাকাভা ফিরে গেলেও সিকান্দার রাজা অভিষিক্ত টনি মনিয়োঙ্গাকে নিয়ে বাকি কাজ সারেন সহজেই। জয়ের জন্য প্রয়োজনীয় ৪১ রান আসে ৫.২ ওভারে।

মনিয়োঙ্গা আসার পর তার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পড়ে সিকান্দার রাজাও আড়ালে পড়ে যান। মাত্র ১৬ বলে দুইটি করে চার ও ছক্কা মেরে ৩০ রান করে অপরাজিত থাকেন। হাসান মাহমুদ ৪৭ ও মিরাজ ৫০ রানে নেন দুইটি করে উইকেট।

এমপি/টিটিঅ

এমপি/এসজি/টিটি

Header Ad

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ। ছবি: সংগৃহীত

স্লট বুকিং জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার (২৫ নভেম্বর) আগের স্লটে বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগের বুকিং করা ২ ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে; যা একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এ ছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় মঙ্গলবার থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হচ্ছে না।

Header Ad

৮০ বছর বয়সেও মডেলিং করবেন রুনা খান

অভিনেত্রী রুনা খান। ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনের মধ্যে বদলে যাওয়া এক অভিনেত্রী রুনা খান। যিনি সব সময় নিজের মতো করে বাঁচতেই পছন্দ করেন। তার ক্যারিয়ারের বয়স প্রায় দুই দশকের। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবন্যও।

বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসে এখনও আবেদনময়ী রুনা খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার এই বয়সের রূপ-লাবণ্য নিয়ে অকপটে কথা বলতে দেখা গেল রুনা খানকে।

অভিনেত্রী রুনা খান। ছবি: সংগৃহীত

এ সময় মজার ছলে প্রসঙ্গ ওঠে, রুনাকে এই বয়সে এখনও কেউ দুষ্টু বার্তা, কিংবা কোনো প্রস্তাব পাঠায় কিনা! খানিকটা হেঁসে রুনা বললেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

রুনা বলেন, ‘আমরা আসলে নারীদের ব্যাপারে নানারকম প্রশ্ন করতে, ভাবতে ভালোবাসি আমরা, এটা আমাদের অভ্যস্ততার ব্যাপার।’

তবে সুযোগ পেলে বয়স আশিতে গিয়েও মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকবেন বলে আশাবাদী রুনা খান। অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

বছর কয়েক ধরে নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। ৪১ শে এসেও সমানতালে ছড়িয়ে দিচ্ছেন রূপের দ্যুতি। আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে কখনও বিতর্কিতও হয়েছেন অভিনেত্রী। তবে এসব কোনোকিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন রুনা খান, সাফল্যের মুখ দেখছেন অনায়াসেই।

উল্লেখ্য, দিন কয়েক আগেই, কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট 'অসময়'-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, 'অসময়' তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

Header Ad

চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত

নিহত সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে আদালত ভবনের সামনে এই ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশের পর বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজনভ্যান আটকে দেয় সনাতনীরা। দীর্ঘ দুই ঘণ্টা আদালত ভনের সামনেই প্রিজন ভ্যান আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হয়।

এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টাকালে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ আদালত প্রাঙ্গণ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আদলতের সামনের সড়কেও। আদালত ভবনের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর তারা সেখান থেকে যেতে যেতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে ও বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসকনের সমর্থকরা।

এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়। এসময় সাধারণ ছাত্র-জনতার সাথেও সংঘর্ষে জড়ায় চিন্ময়ের অনুসারীরা।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
৮০ বছর বয়সেও মডেলিং করবেন রুনা খান
চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত
গুলিবিদ্ধ হওয়ার ২২ দিন পর নওগাঁ যুবদল নেতার মৃত্যু
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে : উপদেষ্টা নাহিদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির