সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ' দল
অধিনায়ক মোহাম্মদ মিঠুন ছাড়া বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা আর কোনো ব্যাটসম্যান রানের দেখা না পেলেও উইন্ডিজ ‘এ’ দলের যে ব্যাটসম্যানই ক্রিজে আসছেন, তিনিই কম-বেশি রান করে দিয়ে যাচ্ছেন। একটিও হাফ সেঞ্চুরি হয়নি, আবার একজনেরও ৩০ রানের নিচে ইনিংস নেই। যে কারণে বাংলাদেশের করা ১৬৭ রান উইন্ডিজ অতিক্রম করে লিড নিয়েছে ৯৬ রানের। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬৩। তৃতীয় দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। আজ খেলার শেষ দিন। স্বাগতিকরা লিড আরও কিছু বাড়িয়ে ইনিংস ঘোষণা করে সফরকারীদের অলআউট করার একটা সুযোগ নিতে পারে।
তিন উইকেটে ১৬৫ রান নিয়ে খেলতে নেমে স্বাগতিকদের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক জসুয়া ডি সিলভা ও তেভিন দলের রানকে ১৮২ পর্যন্ত নিয়ে যান। ৩৬ রান করে তেভিন সৈয়দ খালেদের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর জসুয়া ও অ্যালিক আথানাজি পঞ্চম উইকেট জুটিতে ৪২ রান যোগ করে বিচ্ছিন্ন হন। জুটি ভাঙে জসুয়া ৪৩ রান করে খালেদের দ্বিতীয় শিকার হলে। জসুয়া ফিরে যাওয়ার পর আথানাজি ও ইয়ানিক ক্যারিয়া অবিচ্ছন্ন থাকেন ৩৯ রান যোগ করে। আথানাজি ৩০ ও ইয়ানিক ১৮ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন।
তৃতীয় দিন উইন্ডিজ ‘এ’ দলের পতন হওয়া দুইটি উইকেটই নেন পেসার খালেদ আহমেদ।
এমপি/আরএ/