ফের টস হারল বাংলাদেশ, পেল ব্যাটিং
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টসে হারল বাংলাদেশ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে অধিনায়ক। এই নিয়ে জিম্বাবুয়ে সফরে টানা ৫টি ম্যাচেই বাংলাদেশ দল টসে হারল। এর আগে তিনটি টি-টেয়োন্টি ও প্রথম ওয়ানডেতে টস হারে বাংলাদেশ।
যে জিম্বাবুয়েকে হেসে-খেলে হারাবে বলে মনে করেছিল বাংলাদেশ। যে কারণে টি-টোয়েন্টি সিরিজে সিনিয়রদের বাদ (যদিও পরে বিসিবি সে কথায় থাকতে পারেনি) দিয়ে তরুণদের দিয়ে ঘষা-মাজা করতে চেয়েছিল। সেখানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পরে ওয়ানডে সিরিজও হারের হুমকিতে। আজ দ্বিতীয় ম্যাচ জিততেই হবে। তবেই সিরিজে জেতার অক্সিজেন থাকবে। নতুবা হারের লজ্জা রাঙাতে হবে আরেকবার।
টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ সমতা এনেছিল। কিন্তু শেষ ম্যাচে গিয়ে আর পেরে উঠেনি। এবার একই সমীকরণের পথে ওয়ানডে সিরিজও এগুবে কি না তার ফয়সালা হবে আজ দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে বাংলাদেশ দুই উইকেটে ৩০৩ রান করেও ম্যাচ হেরেছিল ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে। আজ কিন্তু বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। ইনজুরির কারণে সেরা একাদশ গঠন করতেই হিমসিম খেয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দেশ থেকে এবাদত ও মোহাম্মদ নাঈম শেখকে উড়িয়ে নেওয়া হয়েছে। কিন্তু তারা সময় মতো পৌঁছাতে পারেনি। তাই ১৬ জনের দলে যে ১৩ জন আছেন তাই নিয়েই সিরিজ বাঁচানোর যুদ্ধে নেমেছে তামিম ইকবাল।
সেই যুদ্ধ জয়ের প্রথম ধাপ টস জেতা হয়নি আবরো তার। টস হেরে আবারো ব্যাট করতে হবে আগে। অবশ্য আগে ব্যাট করা নিয়ে অখুশি নন বলে জানিয়েছেন তামিম ইকবাল, ‘তিনি বলেন, আমি অখুশি নই। আশা করছি স্পিনাররা পরে এখানে সুবিধা পাবে।’
সেই বিশ্বাসই থেকেই দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। উইন্ডিজ সফরে শেষ ম্যাচ খেলার সুযোগ পেয়ে তাইজুল ৫ উইকেট নিয়েছিলেন। পরের জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচে কন্ডিশনের কারণে তিনি আবার একাদশের বাইরে ছিটকে পড়েছিলেন। তাকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। সেরা একাদশে পরিবর্তন আছে আরও দুটি। একটি ছিল অনুমিতই। ইনজুরির কারণে ছিটকে পড়া লিটন দাসের পরিবর্তে এক ম্যাচ পর আবার দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তাইজুলের মতো তিনিও জিম্বাবুয়ে সফরে খেলেছিলেন শেষ ম্যাচ। এ ছাড়া ইনজুরির কারণে এই ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।
বাংলাদেশ একাদশ: তামিম (অধিনায়ক), এনামুল, নাজমুল, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, মিরাজ, তাইজুল, তাসকিন, হাসান মাহমুদ ও শরিফুল।
এমপি/আরএ/