আজ সিরিজ বাঁচানো দ্বিতীয় ওয়ানডে
ইনজুরিতে বাংলাদেশের অবস্থা ‘শ্যাম রাখি না কুল রাখি’
একটি প্রবাদ আছে, সকালে বাদশা, বিকেলে ফকির! তামিম ইকবালের ওয়ানডে দল যেন অনেকটা সে রকমই। ওয়ানডে ক্রিকেটে উড়তে থাকা দলটি জিম্বাবুয়ের কাছে এক হারেই ধপাস। সব কিছু লণ্ডভণ্ড। আকাশ থেকে নেমে এসেছে মাটিতে। কোথায় আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে? ম্যাচ জিতে আনবে সিরিজে সমতা। সেখানে দল সাজাতেই হিমশিম খেতে হচ্ছে। লড়তে হচ্ছে ইনজুরির সঙ্গে। এ যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশের পাঁচ উইকেটে হার শুধু একটি হারই ছিল না, বাংলাদেশের শিবিরে ইনজুরির মহামারি লাগিয়ে দিয়ে গেছে। এই এক ম্যাচেই ইনজুরিতে পড়েছেন চার চারজন ক্রিকেটার। যে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দলের সবচেয়ে সেরা ক্রিকেটার লিটন দাস। মোস্তাফিজকে রাখা হয়েছে বিশ্রামে। উতরে গেছেন মুশফিক ও শরিফুল। আগেই টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। জরুরি অবস্থা মোকাবিলায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদ নাঈম শেখ ও এবাদত হোসেনকে। কিন্তু তারা তো এখনো আকাশে। জিম্বাবুয়েতে পৌঁছার আগেই শুরু হয়ে যাবে দ্বিতীয় ম্যাচ। এমতাবস্থায় তামিম ইকবালের হাতে অস্ত্র কোথায়, যা নিয়ে তিনি মাঠে নামবেন। প্রতিপক্ষকে হারাতে হারারেতে লড়বেন দল নিয়ে। যেখানে আজ হারলেই সিরিজ শেষ!
ইনজুরির কারণে ১৬ জনের দল নেমে এসেছে ১৩ জনে। এ ১৩ জন থেকে বেছে নিতে হবে ১১ জনকে। তা হয়তো বেছে নেওয়া যাবে। কিন্তু তা কী হবে জিম্বাবুয়েকে হারানোর রসদ? স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মনে করেন এই পরিস্থিতি কাটিয়ে উঠবে দল। তিনি বলেন, ‘ব্যক্তি, খেলোয়াড় কিংবা দল হিসেবে এ রকম পরিস্থিতি আমিও মোকাবিলা করেছি। এটি হতেই পারে। কিন্তু বিষয়টি হলো এই পরিস্থিতি আমরা কীভাবে মোকাবিলা করব? যাতে করে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমার বিশ্বাস খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়াবে। জেতার ক্ষুধা নিয়ে তারা আরও বেশি সতেজ হয়ে মাঠে নামবে।’
আজ লিটনের জায়গায় খেলানো হবে ফর্মের কারণে বাদ পড়া নাজমুল হোসেন শান্তকে। এ ছাড়া অবশ্য আর কোনো বিকল্পও নেই। কিন্তু তিনি ফিরলেও তার ইনিংসের উদ্বোধন করার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে গত ম্যাচ দিয়ে আবার ওয়ানডে ক্রিকেটে ফেরা এনামুল হক বিজয়কে। ঘরোয়া ক্রিকেটে ওপেন করলেও গত ম্যাচে খেলেছিলেন ওয়ানে ডাউনে। রান করেছিলেন ৭৩। তিন পেসার খেলালে মোস্তাফিজের শূন্য স্থানে দেখা যাবে হাসান মাহমুদকে। টি-টোয়েন্টি দুইটি ম্যাচ খেলে দারুণ বোলিং করেছিলেন এই তরুণ। দুই পেসার খেলালেও হাসান মাহমুদের খেলার সম্ভাবনা থাকবে। কারণ আগের ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি মোস্তাফিজের সঙ্গে তাসকিন-শরিফুল।
প্রথম ম্যাচে একাদশে কোনো বঁহাতি স্পিনার ছিল না। এই সুযোগে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়াকে রুখা যায়নি। ম্যাচ শেষে বাঁহাতি স্পিনার না রাখার অভাববোধটা বেশ ভালোভাবেই টের পেয়েছিলেন তামিম ইকবাল। আক্ষেপ ঝরেছে হেরাথের কণ্ঠেও। তিনি বলেন, ‘চিন্তা করলে এখন অবশ্যই মনে হয় দলে একজন বাঁহাতি স্পিনার থাকা দরকার ছিল। দ্বিতীয় ম্যাচের আগে ভাবতে হবে কম্বিনেশন কী হবে? তাই আজকের ম্যাচে আর সেই ভুল করতে দেখা যাওয়ার সম্ভাবনা কম। একাদশে নাসুম ঢুকবেন না, তাইজুল ঢুকবেন- এ নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত হয়তো তাইজুলের ভাগ্যের দরজা খুলে যাবে। উইন্ডিজের বিপক্ষে নিজের খেলা সর্বশেষ ওয়ানডে ম্যাচে তাইজুল পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বাদ পড়েছিলেন। কপাল পুড়তে পারে মোসাদ্দেক হোসেন সৈকতের।
এমপি/এসএন