৩২ রান যোগ হতেই শেষ 'এ' দলের ইনিংস
আগের দিন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান যে দৃঢ়তা দেখিয়েছিলেন, সম্ভাবনা তৈরি করেছিলেন ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠার, দ্বিতীয় দিন তা আর সম্ভব হয়নি। মাত্র দুই রানের ব্যবধানে দুইজনই ফিরে গেলে বাংলাদেশ 'এ' দল মাত্র ৩২ রান যোগ করেই ১৬৫ রানে অলআউট হয়ে যায়। মিঠুন ৫০ ও নাঈম হাসান ২৭ রান করেন। এই দুজনকেই আউট করে মারকুইনো মিন্ডলে ৫৯ পাঁচ উইকেট নেন। স্বাগতিকরা ব্যাট করতে নেমে বাংলাদেশের রান ছুঁয়েই ফেলেছে প্রায়। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ১৬৫। সাত উইকেট হাতে নিয়ে তারা পিছিয়ে আছে মাত্র দুই রানে।
প্রথম দিন মোহাম্মদ মিঠুনের সঙ্গে নাঈম হাসান এসে জুটি বাঁধেন ৯১ রানে ষষ্ঠ উইকেটের পতন হওয়ার পর। তারপর দুইজনে মিলে পতন রোধ করে দিন পার করে দেন।
দ্বিতীয় দিন মিঠুন ৪২ ও নাঈম ২৩ রান নিয়ে ব্যাট করতে নামেন। জুটিতে আর ৯ রান যোগ হতেই মিঠুন আউট হয়ে যান ৫০ রান করেই। তার ৮৫ বলের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। তিনি আউট হওয়ার তিন রান পরই নাঈমও ফিরে যান ২৭ রান করে। এরপর রেজাউর রহমান রেজা ১৩ রান করলে ৬০.৫ ওভারে ১৬৭ রানে শেষ হয় 'এ' দলের ইনিংস। মারকুইনু মিন্ডলে ৫৯ রানে নেন পাঁচ উইকেট। জাস্টিন গ্রেভেস তিন উইকেট নেন ২৬ রানে।
স্বাগতিকরা ব্যাট করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ন চন্দপলের ছেলে টেগেনারায়ন চন্দ্রপল ও জেরেমি স্লোজানোর ৭৮ রানের উদ্বোর জুটি দলকে ভালো সূচনা এনে দেন। স্লোজানো ৩২ রান করে রেজাউর রহমান রাজার বলে বোল্ড হন। টেগেনারিন ৪৮ রান করে রানআউট হন। এ ছাড়া কেসি কার্টি ৩৭ রান করে নাঈমের বলে উইকেটের পেছনে জাকের আলীর হাতে ধরা পড়েন। জসু্য়া ডি সিলভা ১৪ ও টেভিন ২৩ রান নিয়ে তৃতীয় দিন আবার ব্যাট করতে নামবেন। রেজাউর ১০ ওভারে ৪৯ ও নাঈম ২৭ ওভারে ৩২ রান দিয়ে নেন একটি করে উইকেট।
এমপি/এসএন