অমিক্রন রিপোর্টের অপেক্ষায় গাঙ্গুলীর চিকিৎসকরা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট(বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। তবে তাঁকে অমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না তা জানা যাবে বৃহস্পতিবারের রির্পোটে। এজন্য তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে চিকিৎসকরা।
দুই দফা করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসার পর আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি অধিনায়ক। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তাঁর চিকিৎসায় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই টিমে রয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পণ্ডা। এ ছাড়াও সৌরভকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের পরামর্শ নিচ্ছেন তারা।
হাসপাতাল সূত্রের খবর, নতুন করে জ্বর আসেনি সৌরভের। তবে সর্দি রয়েছে। সঙ্গে শরীরে অস্বস্তিও রয়েছে।
এদিকে সৌরভ গাঙ্গুলীর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া খোঁজ নিয়েছেন অমিতাভ বচ্চনও। ব্যক্তিগত ভাবে মেসেজ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ‘বিগ বি’।
এসআইএইচ/