দিয়াবাতের হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুম শেষ মোহামেডানের
সাম্প্রতিক বছরগুলোর তুলনায় মোহামেডান এবার ফুটবল মৌসুমে বেশ ভালো দল গড়ে। লিগ শিরোপার লড়াইয়ে না থাকলেও পয়েন্ট টেবিলের উপরের দিকেই ছিল সব সময়। তাইতো এবারের মৌসুম শেষ হওয়ার আগেই আগামী মৌসুমের জন্য আরও শক্তিশালী দল গড়ার কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। সেই মোহামেডান এবার লিগ শেষ করেছে বেশ তৃপ্তি নিয়েই।
নিজেদের হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জেকে অধিনায়ক সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে। সুলেমান দিয়াবাতে হ্যাটট্রিকসহ চার গোল করেন। লিগে এটি ছিল অষ্টম হ্যাটট্রিক। বাকি তিনটি গোল করেন আসিফ ওবি মোনাকে ও শাহেদ। এই জয়ে মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল। আগেই রেলিগেশনের হাত থেকে বেঁচে যাওয়া রহমতগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দশে।
এদিকে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করেছে। শেখ রাসেলের হয়ে রিচার্ড, দিদার, ইসমায়েল ও মানিক এবং স্বাধীনতা সংঘের হয়ে সাইফ গোল করেন। আগেই অবনমন হওয়া স্বাধীনতা ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।
আজকের দুইটি খেলা দিয়ে এবারের লিগের যবনিকা ঘটল। একই সঙ্গে শেষ হলো মৌসুমও। ৫৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ও ৪৭ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড রানার্সআপ হয়েছে।
এমপি/আরএ/