অপরাজিত বাংলাদেশ শীর্ষে থেকেই ফাইনালে
প্রথম তিন ম্যাচে নয় পয়েন্ট। ফাইনালের পথে বাংলাদেশ এক পা দিয়েই রেখেছিল। কিন্তু ভারতের কাছে নেপালের ৮-০ গোলের শোচণীয় ব্যবধানে হার বাংলাদেশকে একটু হিসেবি করে তুলেছিল। শেষ ম্যাচে নেপালের কাছে বড় ব্যবধানে (৬-০) না হারলে বাদ পড়বে না। কিন্তু এই সব হিসেব-নিকেশে যেতে হয়নি বাংলাদেশকে। নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই পৌঁছে গেছে ফাইনালে। সঙ্গে বোনাস অপরাজিত থাকা। ৫ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের সঙ্গি কে হবে নেপাল, না ভারত তা জানা যাবে আজকের দ্বিতীয় ম্যাচে ভারত ও মালদ্বীপের খেলার পর। জয়ী হলে বা ড্র করলে ভারতই সঙ্গি হবে। নেপাল সঙ্গি হবে একমাত্র ভারত হারলে। চার ম্যচে বাংলাদেশের পয়েন্ট ১০, নেপালের পয়েন্ট সাত। এক ম্যাচ কম খেলে ভারতের পয়েন্ট ছয়।
ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ফাইনাল যেতে নেপালের প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। কিন্তু শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে তারা সে রকম খেলাই খেলতে পারেনি। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। উল্টো দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়রা, পরে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়ও মারামারিতে জড়িয়ে পড়ে খেলায় অন্য রকম উত্তেজনা সৃষ্টি করেন। এই ঘটনায় রেফারি বাংলাদেশের শহীদুলকে দ্বিতীয়বার হলুদ কার্ড এবং নেপালের দিপেশ গুরুং সরাসরি লাল কার্ড দেখালে দুই দল ১০ জনে পরিণত হয়।
দুই দল ১০ জনে পরিণত হওয়ার পর একটি করে গোল করে। ৬৩ মিনিটে ভারতের বিপক্ষে দুই গোল করে জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভা গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। পাঁচ মিনিট পর নেপালের হয়ে গোল পরিশাধ করেন নিরঞ্জন মাল্লা। খেলার শেষের দিকে পিয়াস নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।
এমপি/