দোরিয়েলতনের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়ে বারিধারার পতন
এবারের প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্দারণ হয়ে গেছে আগেই। যতটুকু আকর্ষণ ছিল রেলিগেশন লিগ নিয়ে। কোনো দুই দলের অবনমন ঘটবে? দুই দলের এক দল স্বাধীনতা সংঘের অবনমন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। উত্তরা বারিধরা ও মুক্তিযোদ্ধা সংসদের যেকোনো এক দল হবে স্বাধীনতা সংগের সঙ্গী।
যে কারণে লিগ কমিটি দুই দলের খেলাই একই সময়ে আয়োজন করে। সুবিধাজনক অবস্থানে ছিল মুক্তিযোদ্ধা। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬, বারিধারার ১৪। বারিধারার প্রতিপক্ষ ছিল আবাহনী, মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ সাইফ স্পোটিং।
বারিধারাকে শুধু জযী হলেই চলবে না, মুক্তিযোদ্ধার হারও কামনা করতে হবে। সমীকরণ কঠিন। কিন্তু সে রকম সমীকরণে যেতেই হয়নি কোন দলকে। দোরিয়েলতনের হ্যাটট্রিকে আবাহনী আবাহহনী ৫-২ গোলে জয়ী হয়।
অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ ৩-২ গোলে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান এক ধাপ উপরে নিয়ে আসে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। তারা উঠে এসেছে নয়ে। দশে নেমে গেছে ১৮ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ। অবশ্য তাদের একটি ম্যাচ বাকি আছে। বারিধার পয়েন্ট ১৪-ই।
তাদের অবস্তান এগারতম। আগেই রানার্সবআপ নিশ্চিত করা আবাহনীর পয়েন্টু ৪৭। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে মৌসুম শেষ করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সাইফ স্পোটিং ক্লাবও এই ম্যাচের আগেই নিজেদের তৃতীয় স্থান নিশ্চিত করেছিল। আজ হেরে যাওয়াতে তাদের পয়েন্ট আর বাড়েনি, ৩৭-ই থেকে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। ১৮,২২ ও ৪০ মিনিটে তিনটি গোলই করে হ্যাটট্রিক করে দোরিয়েলতন। লিগে এটি ছিল অষ্টম আর দোরিয়েলতনের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে তিনি রহমতগঞ্জের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন। দুইটি হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর পিটার এবিমুবুই। ৪৮ মিনিটে মারুফের গোলে বারিধারা ব্যবধান কমালেও ৫৮ মিনিটে রাফায়েল গোল করে আবার ব্যবধান বাড়িয়ে নেন ৪-১। ৭৩ মিনিটে দোরিয়েলতন নিজের চতুর্থ গোল করলে আবাহনী ৫-১ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার আট মিনিটে আগে ফজিলভ বারিধারার হয়ে গোর করলে ব্যবধান কমে আসে ৫-২।
খেলা শেষে আবাহনী দলের হাতে লিগ রানার্সআপ ট্রফ তুলে দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে এগিয়ে ছিল।৪৫ মিনিটে তেতসুয়াকি গোল করেন। ৪৬ মিনিটে সুদি আব্দুল্লাহ ও ৫০ মিনিটে নওয়াব গোল করলে মুক্তিযোদ্ধার ‘মুক্তি’ নিশ্চিত হয়ে যায় অবনমন থেকে। ৭২ মিনিটে এমফোন ও ৮৬ মিনিটে সাজন গোল করলে ব্যবধান কমায় সাইফ স্পোর্টিং। কিন্তু বাকি সময় আর গোল করা সম্ভব না হলে হার দিছেন মৌসুম শেষ করতে হয় সাইফ স্পোটিং ক্লাবকে।
এমপি/এমএমএ/