হার দিয়ে শুরু, জয় দিয়ে শেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের
হার দিয়ে শুরু, জয় দিয়ে শেষ-এটি হলো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের উপাখ্যান। প্রথম ম্যাচে তারা স্বাধীনতা সংঘের কাছে হেরেছিল ১-২ গোলে। শেষ ম্যাচে তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে সেই একই ব্যবধানে ২-১ গোলে। মাঝে তারা তিনটি ম্যাচ ড্র করেছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের সঙ্গে। এই একটি হারেই বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেনি। এ নিয়ে তাদের আফসোস থেকেই যাবে। ২২ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ৫৭। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ৩৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে।
বসুন্ধরা কিংস প্রথমে বাফুফের কাছে চেয়েছিল লিগ রানার্সআপ আবাহনীর বিপক্ষে নিজেদের হোম ভেন্যুতে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি দিতে। কিন্তু বাফুফে তাদের সেই আবেদনে সাড়া দেয়নি।
আজ (শনিবার) তাদের শেষ ম্যাচ ছিল শেখ জামালের হোম ভেন্যু মুন্সিগঞ্জে। কিন্তু শেখ জামাল তাদের সমস্যার কথা বলে শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে খেলার আবেদন করে বাফুফের কাছে। বাফুফে তাদের সেই আবেদনে সাড়া দেয়। আর জয়ের মাধ্যমে লিগ শেষ করে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে আরেক দফা উল্লাস করে।
আট মিনিটে মতিন মিয়ার গোলে বসুন্ধরা কিংস এগিয়ে যায়। ৫৩ মিনিটে বিশ্বনাথের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৬৯ মিনিটে শাহনুর শেখ জামালের হয়ে একটি গোল পরিশোধ করেন। খেলায় শেখ জামালের ওটাবেক দুবার হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।
খেলা শেষে বুসন্ধরা কিংসের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারমান আব্দুস সালাম মুর্শেদী।
এমপি/এসজি/