শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে হারাল বাংলাদেশের যুবারা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাঁচ দলের আসরে সেরা দুই দল খেলবে ফাইনালে। সে হিসেবে জয়ের পাশাপাশি গোলও গুরুত্বপূর্ণ। কারণ দুই দলের অধিক দলের পয়েন্ট সমান হলে তখন গোল গড় বিবেচিত হবে। সেই হিসেবে শুক্রবার (২৯ জুলাই) মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়ের পাশাপাশি গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দুই ম্যাচ বাংলাদেশ ও নেপাল জয়ী হলেও গোল গড়ে নেপাল অনেক এগিয়ে ছিল। আবার আজ দিনের প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে তারাও গোলের পাল্লা ভারী করে তুলেছে।

বাংলাদেশও তাদের হিসেবটা মালদ্বীপের বিপক্ষে বেশ ভালোভাবেই করে নিয়েছে। মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে জয়ী হয়েছে ৪-১ গোলে। অপর গোলটি করেন রফিকুল ইসলাম। মিরাজ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও বদলি হিসেবে নেমে গোল করে বাংলাদেশকে জয়ী করেছিলেন। এটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ সবার উপরে। এক ম্যাচ কম খেলে নেপাল ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভারত আছে তিনে। বাংলাদেশ সবার উপরে থাকলেও এখনো ফাইনাল নিশ্চিত নয়। তবে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। শেষ ম্যাচ তারা খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট। ভারত যদি তাদের শেষ দুই ম্যাচে কোনো পয়েন্ট হারায় তাহলে বাংলাদেশকে ফাইনালে খেলার জন্য আর শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সরাসরি ফাইনালে চলে যাবে।

আজ ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের সংঘবদ্ধ খেলার কাছে মালদ্বীপ ছিল অনেকটা অসহায়। খেলা শুরু হতেই বাংলাদেশের খেলোয়াড়রা আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেন মালদ্বীপের রক্ষণভাগ। কিন্তু কতক্ষণ আর সামাল দিয়ে রাখবেন তারা। অবশেষে গোল হজম করতে হয় ১৮ মিনিটে। ডান দিক দিয়ে ভারতের বিপক্ষে দুই গোল করে জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভার পাস মালদ্বীপের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করলেও শেষ রক্ষা করতে পারেননি। তার ফিরিয়ে দেওয়া বল পেয়ে যান সামনে দাঁড়ানো মিরাজুল। তিনি ডান পায়ের ফিরতি শটে জাল খোঁজে নেন। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুল ইসলামই। আবারও ডানপ্রান্ত থেকে আক্রমণ। এবার পাসের পরিবর্তে ক্রস। নোভার পরিবর্তে রফিকুল। সেই ক্রস থেকে মুর্শেদ আলীর হেডে মিরাজুলের শট প্রথমে ক্রস বারে লেগে ফিরে আসে। পরে আবার শট নিয়ে তিনি গোল করেন।

৩১ মিনিটে মিরাজুলের ক্রস থেকে রফিকুল গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন। ৪২ মিনিটে মিরাজুল তার হ্যাটট্রিক পূর্ণ করেন। নোভার পাস থেকে মিরাজুলের শট প্রথমে গোলরক্ষক ফিরিয়ে দেন। ফিরতি শটে মিরাজুল গোল করে এবারের আসরে প্রথম হ্যাটট্রিক করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৩ মিনিটে জাইন জাফর একটি গোল পরিশোধ করেন।

এমপি/এসজি/

Header Ad
Header Ad

দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা  

ছবিঃ সংগৃহীত

দেশের ২ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি নদীবন্দরের জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি।

শনিবার (১৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া সতর্কবার্তায় এই পূর্বাভাস দেয়া হয়েছে।

বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত দেয়া আবহাওয়ার অন্য এক পূর্বাভাসে জানানো হয়, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Header Ad
Header Ad

শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক  

ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন জুয়েল এখন বিধান মল্লিক! সামাজিক যোগাযোগামাধ্যমে তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। তবে এই আধার কার্ডের তথ্য সঠিক কি না তা ঢাকাপ্রকাশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।

এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। পিতা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।

উল্লেখ্য, সেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি ৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে শুক্রবার (১৪ মার্চ) রাতে মুশফিকুল ফজল আনসারী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কিএক্টাবস্থা!’

Header Ad
Header Ad

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা ইফতারে অংশ নেন।

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে চায়। তিনি মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময়ে এসেছে। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বিশ্বের সহায়তা প্রয়োজন। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের মূল সমাধান।”

এর আগে, শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় গিয়ে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে পৌঁছে সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে তিনি উখিয়ায় গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেন।

উল্লেখ্য, চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন, যেখানে ঢাকার সংস্কার অ্যাজেন্ডার প্রতি জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা  
শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক  
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
দোল উৎসবে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে দেশের মানুষ কঠোর হস্তে দমন করবে: মামুনুল হক
সেনাবাহিনীর অভিযানে ৩৮৩ ছিনতাইকারী-চাঁদাবাজ গ্রেফতার
‘যমুনা রেল সেতু’ উদ্বোধন  ১৮ মার্চ, প্রধান অতিথি রেলপথ সচিব
বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলার
আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়: জাতিসংঘ মহাসচিব
আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেফতার
অনলাইনে ট্রেনের টিকিট পেতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট
দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই
রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
সুন্দরবনের গহীন থেকে বৃদ্ধা নারী উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গাজার ধ্বংসস্তূপ থেকে আরো সাত লাশ উদ্ধার
জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস
গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের