মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ একই দলে
বিপিএলে একই দলে খেলবেন পঞ্চপাণ্ডবের তিনজন মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মাশরাফি।
সোমবার (২৭ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফটে শেষ মুহূর্তে মালিকানা পরিবর্তন হয়ে বিসিবির তত্ত্বাবধানে চলে আসে যা আগে ঢাকা স্টার-এর হাতে ছিল। এই তিনজন একই দলে খেললেও তারা এসেছেন ভিন্ন ভিন্নভাবে। অন্যান্য বছর এই তিনজনই আইকন ক্রিকেটার হিসেবে থাকেন। এবার বিপিএলের গভর্নিং কাউন্সিল কোনো আইকন ক্রিকেটার রাখেনি। তবে প্রতিটি দলে একজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি নেওয়ার সুযোগ ছিল। সেই সুযোগে মাশরাফি ও তামিম ইকবালকে উপেক্ষিতই থেকে যান। রবিবার রাত পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন উপেক্ষিত। পরে আজ সকালে বিসিবির পাঠানো প্রেসি রিলিজে দেখা যায় ঢাকা তাকে সরাসরি দলে নিয়েছে।তিনজনই ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে ৭৫ লাখ টাকায়।
আজ প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকেই ঢাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ক্যাচ করে নেয়। কিন্তু প্রথম রাউন্ডের বাকি ফ্রাঞ্চাইজিগুলো মাশরাফির প্রতি আগ্রহ দেখায়নি। এমনকি দ্বিতীয় ডাকেও মাশরাফি উপেক্ষিত থেকে যান। এ সময় ঢাকা পেসার রুবেল হোসেনকে দলে ভেড়ায়। তৃতীয় ডাকে গিয়ে ঢাকা দলে স্থান পান বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরফিকে।
প্লেয়ার্স ড্রাফটে প্রতি সেটে দুইবার করে এক একটি ফ্রাঞ্চাইজি খেলোয়াড় ডাকার সুযোগ পায়। এ রিপোর্ট লেখা পযন্ত দুই সেটে চারটি করে ডাক হয়েছে। এক নজরে কোন ফ্রাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তা পরখ করে আসা যাক।
ঢাকা
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী।
বিদেশি: ইসুরু উদানা, কাইস আহমেদ ও নাজিবউল্লাহ জাদরান।
চট্টগ্রাম
দেশি নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ।
বিদেশি: বেনি হাওয়েল ও কেন্নার লুইস।
এমপি/এমএমএ/