রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘৪০৬’ বিদেশি ক্রিকেটার নিয়ে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

বিপিএলের ঘণ্টা বাজতে শুরু করেছে। ঘনিয়ে আসছে শুরুর দিন। মাঠের লড়াইয়ের আগে সবার দৃষ্টি থাকে প্লেয়ার্স ড্রাফটের দিকে। কে কোন দলে খেলবেন, কোন দল কেমন শক্তিশালী হলো- তা জানা যাবে ২৭ ডিসেম্বর।

দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় এ প্লেয়ার্স ড্রাফট। এবার দেশি ক্রিকেটার রাখা হয়ে ছয় ক্যাটাগরিতে ২১২ জনকে। বিদেশি ক্রিকেটার সেখানে প্রায় দ্বিগুণ। ৪০৬ জন। তাদের ক্যাটাগরি পাঁচটি। ‘এ’ গ্রেডে ১১ জন। পারিশ্রমিক ৭৫ হাজার ডলার। ‘বি’ গ্রেডে ১৬ জন। পারিশ্রমিক ৫০ হাজার ডলার। ‘সি’ গ্রেডে ২০ জন। পারিশ্রমিক ৪০ হাজার ডলার। ‘ডি’ গ্রেডে ৭৮ জন। পারিশ্রমিক ৩০ হাজার ডলার ও ‘ই’ গ্রেডে ২৮১ জন। পারিশ্রমিক ২০ হাজার ডলার।

বিপিএলের গর্ভনিং কাউন্সিল বিদেশি ক্রিকেটারদের লম্বা তালিকা তৈরি করলেও সেখানে নেই বিশ্ব মানের কোনো ক্রিকেটার। বিপিএলের মূল আকর্ষণে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এবার তারাও নেই তালিকায়। গ্রেড ‘এ’-র দিকে তাকালেই বোঝা যায় ‘এ’ গ্রেডে কাদের রাখা হয়েছে? এখানে আছেন বেন ফোকস, ড্যান লরেন্স, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রবি বোপারা, সনদ্বীপ লামিচানে, উইলিয়াম জর্জ জ্যাকস ও জহির খান। তবে তিনজন করে বিদেশি ক্রিকেটার সরাসরি নেওয়ার সুযোগ থাকায় অনেক ফ্রাঞ্চাইজি বিশ্বমানের কয়েকজন ক্রিকেটারকে চূড়ান্ত করেছেন। এরাই হবেন বিপিএলের আকর্ষণ।

বাকি চার ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটাররা হলেন-
বি গ্রেডে আছেন- বেনি হাওয়েল, ড্যানি ব্রিগস, দানুশকা গুনাথিলাকা, দীনেশ রামদিন, দীনেশ চান্দিমাল, লরি ইভান্স, লিয়াম ডওসন, লিয়াম প্লাঙ্কেট, লুক রাইট, মাহিশ থিকশানা, মোহাম্মদ শাহজাদ, নিরোশান ডিকওয়েলা, নুয়ান প্রদীপ, শাপুর জাদরান, শেলডন কটরেল, কুশল মেন্ডিস।

সি গ্রেডে আসেন- আফসর জাজাই, আহমাদ শাহজাদ, অ্যালেক্সান্ডার ডেভিস, বেন ডাঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট, চামিকা করুনারত্নে, দাওলাত জাদরান, ধনঞ্জয়া লক্ষণ, ফিদেল অ্যাডওয়ার্ডস, হারিস সোহেল, লাসিথ এম্বুলদেনিয়া, মোহাম্মদ আসাদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, নাজিবউল্লাহ জাদরান, রবি রামপাল, রায়াদ এমরিট, রিকি ওয়েসেলস, সেক্কুগে প্রসন্ন, উসমান শিনওয়ারি, সুরাঙ্গা লাকমল।

ডি গ্রেডে আছেন- আব্দুল ওয়াসি, আবিদ আলী, আফতাব আলম, আকিফ জাভেদ, আকিলা ধনঞ্জয়া, অ্যান্ড্রু বালবির্নি, অ্যাঞ্জেলো পেরেরা, অ্যান্টন ডেভচিচ, আশিয়ান ডেনিয়েল, বিলওয়াল ভাট্টি, বিনুরা ফার্নান্দো, বিপুল শর্মা, বিয়র্ন ফরটুইন, চারমি লে রউক্স, চন্দরপল হেমরাজ, কাসুন রাজিথা, ক্রেইগ আরভিন, কার্টিস ক্যামফার, ডেভিড পেইন, ডিলন হেয়লিগার, আসেলা গুনারত্নে;

এহসান আদিল, ফাওয়াদ আলম, ফজল নিয়াজি রহমান, গুনাওয়ার্না জয়াসুরিয়া, অঞ্জনা জয়ারত্নে, ইমাম উল হক, জ্যাকব লিনটট, জশকরন মালহোত্রা, জতিন্দর সিং, জায়ডেন সিলস, জেফরে ভেন্ডারসে, জোন সিম্পসন, জনসন চার্লস, জর্ডান ক্লার্ক, জশ কব, জশুয়া লিটল, করিম জানাত, কেভিন ও’ব্রায়েন, কেভিন সিনক্লেয়ার, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা;

আমিলা আপনসো, ম্যাথু ফিশার, ম্যাথু পার্কিনসন, মেইল হ্যামন্ড, মীর হামজা, আশান আলী খান, জুনায়েদ খান, নিয়াল স্মিথ, নিতিশ কুমার, প্যাট ব্রাউন, পল আদ্রিয়ান ভন মিকেরেন, চতুরঙ্গ ডি সিলভা, মিনোদ ভানুকা, রায়ান খান পাঠান, রবিন জেমস দাস, ভন ডার মারউই, রস হোয়াইটলি, রায়ান বার্ল, সাদিরা সামিরাউইকরামা, সাহান আরচিজে, সাজিদ খান, স্যাম কুক;

নিরওয়ান্থা থিকশিলা ডি সিলভা, শন ডিকসন, শনব উইলিয়ামস, শিরান ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, সুদীপ ত্যাগী, থমাস হেলম, উসমান ঘানি, বীরাস্বামী পারমল, ওয়েন ম্যাডসেন, ওয়েসলি মাধেভেরে, ইয়াসির শাহ, ইউনুস আহমাদজাই।

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা  

ছবিঃ সংগৃহীত

নাটোরে বাগাতিপাড়া উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাসরঘরে ঢুকে বরকে মারধর ও বাসরঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন বরের মা, নানীসহ আরও তিনজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়ন্তীপুর এলাকার মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মিঠু। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হচ্ছে বলে জানিয়েছেন ১ নম্বর জয়ন্তীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর এলাকার মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মিঠু।

এ ঘটনায় শনিবার দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হচ্ছে বলে জানিয়েছেন ১ নম্বর জয়ন্তীপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওই গ্রামের মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহের (২১) সঙ্গে নাটোরের লালপুরের ওয়ালিয়া ছোটময়না এলাকার আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়।

বিয়ের অনুষ্ঠান ঘিরে দুইদিন ধরে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে উদ্‌যাপন করেন আগত অতিথিরা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে প্রতিবেশী আব্দুল আওয়াল শাহ অভিযোগ করলে বরের বাবা মিন্টু বক্সের সাউন্ড কমিয়ে দেন।

পরে শুক্রবার রাতে ফের উচ্চশব্দে গান বাজালে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ স্থানীয় কয়েকজন এসে বর, তার মা, নানীসহ চারজনকে মারপিট করে। এসময় তারা বাসর ঘরটিও ভাঙচুর করেন।

মিন্টু আলী শাহ স্থানীয় সাংবাদিকদের বলেন, হঠাৎ করে আব্দুল আওয়াল শাহ তার ছেলেসহ স্থানীয় তিনজন আমার ছেলেকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারপিট করেন।

এরপর তারা বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে- তোরা এখন গান বাজা, আমরা বাসর করবো।’ এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল আওয়াল শাহ বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি, কাউকে কোনো মারপিট করা হয়নি।

এ বিষয়ে শনিবার রাত ৮টার দিকে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় গ্রাম্যভাবে বসা হয়েছে, বিষয়টি সমাধান করা হচ্ছে। বক্স বাজানোকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটছে।

তবে তিনি বলেন, ভাঙচুর করেনি, এগুলো মিথ্যা। এখন সেই সালিশে আছি, পরে কথা বলি।

তাহলে সালিশ করছেন কী নিয়ে এমন প্রশ্নে তিনি বলেন, ওইযে মারামারি করিছিল, তখন হয়তোবা ইয়া হইছে…। ওরা নিজেরাই হয়তো ভাঙচুর করি এখন ঝামেলা করতিছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজাচ্ছিল সেই বিষয়কে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। বাসরঘরের ফুলটুল টান দিয়ে ছিঁড়ছে, অন্য কিছু না। গান বাজাচ্ছিল এ নিয়ে, রাগের মাথায় দুই একটু হয় না!

চারজন আহত হয়েছে জানেন কিনা জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাসরঘর ভাঙচুর ও মারপিটের ঘটনা সংক্রান্ত কোনো অভিযোগ আমি থানায় পাইনি।

 

Header Ad
Header Ad

আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  

ছবিঃ ঢাকাপ্রকাশ

ভারত নাকি পাকিস্তান! চ্যাম্পিয়নস ট্রফির উত্তাপ আজ দ্বিগুণ, কারণ মুখোমুখি ভারত-পাকিস্তান! রাজনৈতিক বৈরিতার ছায়া পড়েছে ক্রিকেটেও, ভারত পাকিস্তানে না খেলে দুবাইয়ে নিজেদের ম্যাচ আয়োজন করায় টুর্নামেন্ট পেয়েছে নতুন মাত্রা, বাড়িয়েছে উত্তেজনা।

দুবাইয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে কথার লড়াই। প্রথম ম্যাচে জিতে এগিয়ে ভারত। পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্যাকফুটে পাকিস্তান।

ভারত-পাকিস্তান মানেই বারতি উত্তেজনা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্বাগতিক। তবে পাকিস্তানের মাঠে খেলতে অস্বিকৃতি জানানোয় ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। স্বাগতিক হয়েও এই ম্যাচে পাকিস্তান অতিথি। হোম ভেন্যুর স্বাদ নিচ্ছে ভারত। ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ সিমাহীন।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোনঠাসা পাকিস্তান। রিজওয়ানদের জন্য ডু অর ডাই ম্যাচ। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে রেকর্ডটাও পক্ষে নেই। অনুপ্রেরণা শুধু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা হাতে তোলা। যদিও সেই দলের দুই নায়ক ফখর জামান ও মোহাম্মদ আমির নেই এবার।

তুলনায় অনেকটাই নির্ভার ভারত। পুরো টুর্নামেন্ট এই ভেন্যুতেই খেলবে ব্লু শার্টরা। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া। শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন, বোলিংয়ে পাঁচ উইকেট মোহাম্মদ শামির। কথার লড়াইয়ে ঢিলের জবাব পাটকেল ছুড়ছে টিম ইন্ডিয়া।

অনেকটা এগিয়ে থেকেই চিরপ্রতিদ্ব্ন্দ্বীর মোকাবেলা করবে টিম ইন্ডিয়া।

 

 

Header Ad
Header Ad

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  

সাক্কু মিয়া। ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সাক্কু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ‍শুক্রবার গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাক্কু মিয়া বেংগাডুবা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, সাক্কু মিয়া তার প্রথম স্ত্রী রুনা বেগমের যোগসাজসে গত কয়েকমাস ধরে তৃতীয় স্ত্রী সালমা আক্তারের গর্ভজাত সন্তানকে ধর্ষণ করতেন।

গতকাল শুক্রবার রাতে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে সাক্কু মিয়াকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল গিয়ে সাক্কুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা  
আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  
দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  
সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো র‍্যাব  
এ বছরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : দুদু  
জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল  
জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক
দিনাজপুরের বিরামপুরে ৮ জুয়াড়ি গ্রেফতার
চীনে নতুন করোনা ভাইরাসের আবির্ভাব, আবারও মহামারির শঙ্কা
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বেলায়েত
শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত