বাংলাদেশের বিপক্ষে নেই ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া এজাজ
একেই বলে নিয়তি। একেই বলে কন্ডিশন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়ার নজির গড়ে পরের ম্যাচে দলেই নেই নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে তাকে রাখাই হয়নি।
এইতো মাত্র কিছুদিন আগের কথা। এ মাসেই মুম্বাইতে ভারতের বিপক্ষে টেস্টে এজাজ একে একে সব কটি উইকেট নিয়েই রেকর্ড গড়েছিলেন। যদিও সেই টেস্ট জিততে পারেনি নিউ জিল্যান্ড। তারা খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে নতুন বছরের প্রথম দিন থেকেই। অংকের হিসেবে পরের টেস্টেই বাদ পড়লেন এজাজ। তাকে দলে না রাখার কারণ কন্ডিশন। বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণ দিয়ে স্বাগতিকরা বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা নিয়েছে আর এ জন্যই এজাজকে দলে রাখা হয়নি। এ নিয়ে দলের কোচ গ্যারি স্টিড বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আমাদের পরিকল্পনায় নেই এজাজ। তাই তাকে রাখা হয়নি। ভারতের বিপক্ষে রেকর্ড গড়া বোলিং করার পর এভাবে বাদ পড়া তার জন্য খারাপই লাগবে। আমাদের কন্ডিশনের কথা বিবেচনা করতে হবে। ভারতের কন্ডিশন আর নিউ জিল্যান্ডের কন্ডিশন এক নয়। বাংলাদেশের বিপক্ষে যাদের নিয়েছি, তারাই সেরা।' দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৩ জনের দলে স্পিনার রাখা হয়েছে শুধুমাত্র রাচিন রবীন্দ্রকে।
এজাজ বাদ না পড়লে আলোচিত বিষয় থাকতো নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসেনর দলে না থাকা। ইনজুরির কারণে তিনি ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার টম লাথাম। লাথাম মুম্বাই টেস্টেও উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। দলে ফিরে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে ছিটকে যাওয়া ব্যাটসম্যান ডেভন কনওয়েকে। ফিরে এসেছেন পেসার নেইল ওয়াগনারকে। এই দুই জনকেই আবার বাংলাদের্শে বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে নিজেদের একটু পরখ করে নিতে।
১৩ জনের দলে স্পিনার মাত্র একজন থাকলেও পেসার পাঁচজন। তারা হলেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নেইল ওয়াগনাররা। এ ছাড়াও আছেন পেস বোলিং অলরাউন্ডপার ড্যারিল মিচেল। বুঝাই যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশে পেসার থাকবেন চারজন।
নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
এমপি/কেএফ/