দুই শিরোপা জয়ের মিশনে দেশ ছাড়লেন যুবারা

শুরু হয়ে গেল যুব দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ধরে রাখার মিশন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতের ফ্লাইটে তারা রওয়ানা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানে এশিয়া কাপ খেলে পরে রওয়ানা হবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। দলকে নেতৃত্ব দিচ্ছেন গতবার শিরোপা জয়ী দলের সদস্য রকিবুল হাসান।
বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয়ের মুকুট শোভা পেলেও এখনো কিন্তু জিততে পারেনি যুব এশিয়া কাপ। এবার সেই আক্ষেপ ঘুচাতে বদ্ধপরিকর। সেই মুকুট মাথায় নিয়েই তারা যেতে চান ওয়েস্ট ইন্ডিজে।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাঁহাতি ওপেনার ইফতেখার হোসেন ইফতি। তিনি বলেন, ‘আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। ইনশাআল্লাহ এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হবো। আগে কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। সবার বিশ্বাস আছে।’
এমপি/এসআইএইচ
